মোদী মন্ত্রিসভায় বড়সড় রদবদল; স্থান পেতে পারেন নতুন কারা, দেখে নিন
Jul 07, 2021, 17:49 PM IST
1/7
দ্বিতীয়বার ক্ষমতায় আসার ২ বছর পর বড়সড় রদবদল হচ্ছে মোদী মন্ত্রিসভায়। বাদ পড়েছেন বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, হর্ষবর্ধন, রমেশ পোখরিওয়ালের মতো মন্ত্রীরা। পাশাপাশি নতুন মন্ত্রিসভায় আনা হচ্ছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নিশীথ প্রামাণিক, জন বার্লার মতো সাংসদদের।
2/7
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দেওয়ার ক্ষেত্রে উল্লেখ্যযোগ কাজ না হওয়ায় এবার মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে। মন্ত্রিসভা স্থান দেওয়া হতে পারে অনুপ্রিয়া সিং প্য়াটেলকে।
photos
TRENDING NOW
3/7
বাংলার জন্য সুখবর, মন্ত্রী করা হচ্ছে, নিশীথ প্রামাণিক, ডা সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুরকে। উত্তরবঙ্গ, মতুয়া জনজাতির ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে এদের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
4/7
এবার মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে তরুণ প্রজন্মের উপরে। মন্ত্রী করা হচ্ছে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে।
5/7
মন্ত্রীত্ব পেতে পারেন কংগ্রেস ছেড়ে আসা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
6/7
মন্ত্রী করা হতে পারে বিজেপির অভিজ্ঞ নেত্রী মিনাক্ষী লেখিকে।
7/7
কর্ণাটক থেকে মন্ত্রীত্ব পেতে পারেন নারায়ণস্বামী, শোভা কারানদিলাজে, ভাগবতরাও কুম্ভ ও রাজীব চন্দ্রশেখর।