শুরু করেছিলেন গুরু, জন্মদিনে সেতুর উদ্বোধন করে উপহার শিষ্যের

Dec 25, 2018, 16:08 PM IST
1/9

সেতুর উদ্বোধন

শুরু করেছিলেন গুরু, জন্মদিনে সেতুর উদ্বোধন করে উপহার শিষ্যের

ভারতের দীর্ঘতম বগিবিল সেতুর উদ্বোধন হল মঙ্গলবার। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2/9

সেতুর উদ্বোধন

শুরু করেছিলেন গুরু, জন্মদিনে সেতুর উদ্বোধন করে উপহার শিষ্যের

ডিব্রুগড়ে ওই দোতলা সেতুর উদ্বোধন করতে এদিন ডিব্রুগড়ে যান প্রধানমন্ত্রী। পরে একটি সভাও করেন। ছবি এএনআই

3/9

সেতুর উদ্বোধন

শুরু করেছিলেন গুরু, জন্মদিনে সেতুর উদ্বোধন করে উপহার শিষ্যের

১৯৯৭ সালে ওই সেতুর শিলান্যাস হয়। কাজ শুরু হয় ২০০২ সালে। তখন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। ছবি এএনআই

4/9

সেতুর উদ্বোধন

শুরু করেছিলেন গুরু, জন্মদিনে সেতুর উদ্বোধন করে উপহার শিষ্যের

১৬ বছর পর উদ্বোধন হল ওই সেতুর। যা তৈরিতে খরচ হয়েছে প্রায় ৫৯০০ কোটি টাকা। ছবি এএনআই

5/9

সেতুর উদ্বোধন

শুরু করেছিলেন গুরু, জন্মদিনে সেতুর উদ্বোধন করে উপহার শিষ্যের

এই সেতুর বিশেষত্ব এটি দোতলা। নিচ দিয়ে ট্রেন চলাচল করবে। আর উপর দিয়ে সড়কপথে চলবে গাড়ি। ছবি এএনআই

6/9

সেতুর উদ্বোধন

শুরু করেছিলেন গুরু, জন্মদিনে সেতুর উদ্বোধন করে উপহার শিষ্যের

৪.৯৪ কিলোমিটার দীর্ঘ এই রেল ও সড়ক সেতু বিদেশি প্রযুক্তিতে তৈরি হয়েছে। যা আগামী ১২০ বছর কার্যক্ষম থাকবে। ছবি এএনআই

7/9

সেতুর উদ্বোধন

শুরু করেছিলেন গুরু, জন্মদিনে সেতুর উদ্বোধন করে উপহার শিষ্যের

এই সেতু উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিতে চলেছে।  ছবি এএনআই

8/9

সেতুর উদ্বোধন

শুরু করেছিলেন গুরু, জন্মদিনে সেতুর উদ্বোধন করে উপহার শিষ্যের

এর আগে অসম ও অরুণাচল প্রদেশের মধ্যে যোগাযোগ হত তিনসুকিয়া দিয়ে। এর জন্য ১৭০ কিলোমিটার রাস্তা পার করতে হত। এবার সেই দূরত্বই হয়ে গেল পাঁচ কিলোমিটারের কম। ছবি এএনআই

9/9

সেতুর উদ্বোধন

শুরু করেছিলেন গুরু, জন্মদিনে সেতুর উদ্বোধন করে উপহার শিষ্যের

এতদিন দিল্লি থেকে ডিব্রুগড় পৌঁছতে ৩৭ ঘণ্টা সময় লাগত। এবার সেই পথই পার করতে সময় লাগবে ৩৪ ঘণ্টা। ফলে তিন ঘণ্টা সময় বেঁচে যাবে যাত্রীদের। ছবি এএনআই