১৮৫৫ থেকে ২৭৮৮ টাকা দাম হতে পারে করোনা ভ্যাকসিনের: CEO

Nov 22, 2020, 10:34 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: মডার্না তার COVID-19 রোধের ভ্যাকসিনের দাম জানাল। ডোজ প্রতি ১৮৫৫ টাকা থেকে ২৭৪৪ টাকা পর্যন্ত দাম হতে পারে ভ্যাকসিনের। 

2/6

চিফ এক্সিকিউটিভ স্টিফেন ব্যানসেল জার্মান সাপ্তাহিক ওয়েল্ট অ্যাম সোনট্যাগকে (WamS) বলেছেন," অন্যান্য ভ্যাকসিনের মতোই এর দাম থাকবে ১০ থেকে ৫০ ডলারের মধ্যে।

3/6

অর্থাৎ ৭৪১ টাকা থেকে ৩,৭০০ টাকার মধ্যে থাকবে মর্ডানা ভ্যাকসিনের দাম।   

4/6

সোমবার আলোচনার পর জানা যাচ্ছে,  ইউরোপীয় কমিশনের সঙ্গে জোট বেঁধে ভ্যাকসিনেক দাম স্থির করা হয়েছে। প্রতি ডোজের দাম হবে প্রায় ১৮৫৪ টাকা।

5/6

মর্ডানা CEO বলেন, "এখনও কিছুই স্বাক্ষরিত হয়নি, তবে আমরা ইইউ কমিশনের সঙ্গে একটি চুক্তি করেছি। আমরা ইউরোপে ভ্যাকসিন পৌঁছে দিতে চাই। এখনও পর্যন্ত গঠনমূলক আলোচনায় রয়েছি," 

6/6

অন্যদিকে অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে  CEO আদার পুনাওয়ালা জানিয়েছেন,২০২১-এর ফেব্রুয়ারি মাসেই স্বাস্থ্যকর্মী ও প্রবীণদের পেয়ে যাওয়া উচিত অক্সফোর্ডের ভ্যাকসিন।  যার জন্য খরচ হবে মাত্র ১০০০ টাকা। এর আওতায় থাকবে দুটি ডোজ।