Mimi Chakraborty | Rudranil Ghosh: অরিন্দমের বাড়িতে রবিবাসরীয় আড্ডায় একফ্রেমে মিমি-রুদ্রনীল, শোরগোল নেটপাড়ায়...

Arindam Sil: গ্রীষ্মের দুপুরে আড্ডায় টলিউডের এক ঝাঁক তারকা। অরিন্দম শীলের ছবির অভিনেতা অভিনেত্রী , তাঁর কাছের লোকেদের রবিবার আমন্ত্রণ জানিয়েছিলেন পরিচালক। সেখানেই একসঙ্গে ফ্রেমবন্দি হলেন তারকা। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন রুদ্রনীল। 

| Apr 10, 2023, 13:43 PM IST
1/6

তারকার হাট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অরিন্দম শীলের নিমন্ত্রণে পরিচালকের বাড়িতে রবিবার বসেছিল চাঁদের হাট।  

2/6

তারকার হাট

সেখানেই এক ফ্রেমে ধরা দিলেন বাংলা ছবির তিন জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ।  

3/6

তারকার হাট

এদিনের পার্টিতে নজর কাড়েন মিমি-রুদ্রনীলের ছবি। এই ছবি দেখেই মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায়।  

4/6

তারকার হাট

একই ফ্রেমে এদিন শুধু মিমি-রুদ্রনীলই নয়, দেখা গেল শ্রীকান্ত মোহতা ও যীশু সেনগুপ্তকেও।  

5/6

তারকার হাট

মিমি তৃণমূলের সাংসদ অন্যদিকে বিজেপির নেতা রুদ্রনীল, রাজনীতি ভুলে দুই তারকার এতো মিল দেখে কেউ করেছেন কটাক্ষ, কেউ আবার তাঁদের প্রশংসাই করেছেন।    

6/6

তারকার হাট

এছাড়াও আড্ডায় দেখা গেল কোয়েল মল্লিক, নিশপাল সিং রানে, নীলাঞ্জনা সেনগুপ্ত, পন্ডিত বিক্রম ঘোষ, জয়া শীল, রূপা দত্ত সহ আরও অনেককেই।