ফের একই আতঙ্ক, দিল্লির বাস টার্মিনাসে ভিড় পরিযায়ী শ্রমিকদের

Apr 19, 2021, 23:53 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: তালাবন্দি রাজধানী। সোমবার রাত থেকে ছদিনের জন্য লকডাউন ঘোষণা করল অরবিন্দ কেজরিওয়াল। ঘোষণার পর থেকে বাড়ি ফেরার জন্য পরিযায়ী শ্রমিকরা ভিড় জমাচ্ছেন।

2/6

দিল্লির বাস টার্মিনাসে উপচে পড়া ভিড়। ব্যাগ গুছিয়ে শ্রমিকরা বাড়ি ফিরতে মরিয়া।

3/6

ফিরে এল আগের বছরের সেই চিত্র। লকডাউনের সেই ভয়াবহ পরিণতি হওয়ার আগেই তাই বাড়ি পৌঁছে যেতে চাইছেন সকলে।

4/6

স্টেশনের ছবিটাও একই। ফের যদি লকডাউনের সময়সীমা বেড়ে যায়, সেই ভয়ে আগেভাগেই বাড়ি ফিরতে চাইছেন সকলে।

5/6

করোনার দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, তাই এই সিদ্ধান্ত দিল্লি সরকারের। 

6/6

সুষ্ঠভাবে বাড়ি পৌঁছতে চেয়ে তড়িঘড়ি বেরিয়ে পড়েছেন পরিয়ায়ী শ্রমিকরা। পরিবারকে সঙ্গে নিয়েই নিজের আস্তানায় ঠাঁই নিতে চাইছেন সকলে।