Covid-19 Restrictions Withdraws from March 31: ৩১ মার্চ উঠছে সমস্ত করোনাবিধি, কী করা যাবে এবং কী করা যাবে না?

জানুন স্বরাষ্ট্রমন্ত্রকের পুরো নির্দেশিকা

Mar 24, 2022, 17:28 PM IST
1/6

বজায় থাকছে একাধিক নিয়মকানুন

Covid-19 Restrictions 1

নিজস্ব প্রতিবেদন: ৩১ মার্চ থেকে সব রকমের করোনাবিধি (Covid-19 Restrictions) তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs)। তার মানে এই নয় যে সমস্ত কিছুতে ছাড় মিলছে। এখনও বজায় থাকছে একাধিক নিয়মকানুন।

2/6

বিপর্যয় মোকাবিলা আইন বলবৎ করা যাবে না

Covid-19 Restrictions 2

স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry of Home Affairs) তরফে স্পষ্ট বলা হয়েছে, করোনাবিধি লঙ্ঘন করলে আর বিপর্যয় মোকাবিলা আইন বলবৎ করা যাবে না। ২০২০-র মার্চ মাস, যখন ভারতে করোনার প্রথম ঢেউ আক্রমণ করে তখন প্রথম বিপর্যয় মোকাবিলা আইন বলবৎ করা শুরু হয়। করোনাবিধি উঠে গেলেও, বেশ কয়েকটি নিয়ম এখনও মানতে হবে দেশবাসীকে।

3/6

সামাজিক দূরত্ব-মাস্ক

Covid-19 Restrictions 3

  সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলত। মাস্ক ছাড়া কোনও যেতে পারবেন না। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। অনলাইন ক্লাস বন্ধ করে, অফলাইন ক্লাস চালু করতে হবে।

4/6

বিবাহ অনুষ্ঠান এবং সৎকার

Covid-19 Restrictions 4

  বিবাহ অনুষ্ঠান এবং সৎকারে জমায়েতের কোনও সীমা নির্দিষ্ট থাকছে না।  ধর্মীয় স্থানে জমায়েতের ক্ষেত্রেও কোনও বিধিনিষেধ থাকছে না। 

5/6

সিনেমা হল, জিম, শপিং মল

Covid-19 Restrictions 5

১০০ শতাংশ লোক নিয়ে খোলা যেতে পারে শপিং মল, জিম, স্পোর্টস কমপ্লেক্স এবং স্পা। ১০০ শতাংশ লোক নিয়ে খোলা যেতে সিনেমা হল এবং রেস্তোরাঁ।

6/6

যানবাহনে বিধিনিষেধ

Covid-19 Restrictions 6

কোনও যানবাহনে যাত্রী নেওয়ার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সংখ্যা থাকছে না। ১০০ শতাংশ যাত্রী নেওয়া যেতে পারে। সমস্ত বাণিজ্যিক সংস্থাও ১০০ শতাংশ কর্মী নিয়ে খোলা যেতে পারে।