ভাল নেই মুর্তাজা! মেসির সেই খুদে ভক্ত এখন সারাদিন গৃহবন্দি

| Feb 14, 2019, 15:12 PM IST
1/5

ভাল নেই মেসির খুদে ভক্ত মুর্তাজা

ভাল নেই মেসির খুদে ভক্ত মুর্তাজা

২০১৬ সালে প্রথমবার আলোচনার কেন্দ্রে এসেছিল আফগান এই খুদে। এত ছোট বয়স থেকেই সে মেসির বড় ভক্ত। আফগানিস্তানের গজনী প্রদেশের এই ছোট্ট মেসি ভক্ত একটা অভূতপূর্ব কাণ্ড করেছিল। 

2/5

ভাল নেই মেসির খুদে ভক্ত মুর্তাজা

ভাল নেই মেসির খুদে ভক্ত মুর্তাজা

পলিথিনের ব্যাগ কেটে সে জার্সি বানিয়েছিল। আর সেই জার্সির পিছনে লেখা ছিল লিওনেল মেসির নাম। আফগান খুদে মুর্তাজা আহমাদির সেই জার্সির ছবি ভাইরাল হয়েছিল। 

3/5

ভাল নেই মেসির খুদে ভক্ত মুর্তাজা

ভাল নেই মেসির খুদে ভক্ত মুর্তাজা

তার পর অবশ্য খ্য়াতির চূড়ায় উঠেছিল সেই খুদে। তার দেখা হয়েছিল খোদ মেসির সঙ্গে। তবে মেসির সঙ্গে দেখা হওয়াটাই তাঁর বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

4/5

ভাল নেই মেসির খুদে ভক্ত মুর্তাজা

ভাল নেই মেসির খুদে ভক্ত মুর্তাজা

মুর্তাজার মা শফিকা জানিয়েছেন, অনেকের মুখে  শুনেছেন যে তাঁর ছেলেকে তালিবানি জঙ্গিরা খুঁজছে। ছেলের প্রাণ বাঁচাতে তাঁরা বারবার জায়গা বদল করেছেন। নিজেদের বাসস্থান ছেড়েছেন বহুদিন। এখন কোনও জায়গাতেই স্থায়াভাবে থাকতে পারছে না মুর্তাজার পরিবার। কিছুদিন মসজিদে কাটানোর পর এখন মুর্তাজার পরিবার একটি ভাড়া বাড়িতে উঠেছে।

5/5

ভাল নেই মেসির খুদে ভক্ত মুর্তাজা

ভাল নেই মেসির খুদে ভক্ত মুর্তাজা

শফিকা আরও জানালেন, তালিবানিরা তাঁর ছেলেকে হাতে পেলে টুকরো টুকরো করে কেটে ফেলার হুমকি দিয়ে রেখেছে। তাই জন্য তিনি সারাদিন ছেলের মুখ ঢেকে রাখেন। এমনকী, দিনের কোনও সময়ই তাঁরা মুর্তাজাে বাড়ির বাইরে বেরোতে দেন না। সারাদিন মুর্তাজা গৃহবন্দি হয়েই থাকে। মুর্তাজার মায়ের দাবি, ''জঙ্গিরা ভেবেছে মেসি আমার ছেলেকে উপহার ছাড়াও প্রচুর অর্থ দিয়েছে। সেই অর্থ ওরা চাইছে। তার জন্য ওরা মুর্তাজাকে অপহরণের পরিকল্পনা করেছে।''