প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল ছেলের প্রথম জন্মদিনে আটকে রয়েছেন ক্যালিফোর্নিয়াতে

May 06, 2020, 21:23 PM IST
1/6

৬ মে, ২০২০ ১ বছরে পা দিল প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল পুত্র আর্চি।

2/6

গত বছর ঠিক এই দিনে লন্ডনের পোর্টল্যান্ড হাসপাতালে জন্ম হয়েছিল প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল পুত্রের। নাম রাখা হয়েছিল আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর।

3/6

জানা যাচ্ছে, লকডাউনের এই সময়টাতে ক্যালিফোর্নিয়াতে ১ বছরের ছেলে আর্চিকে নিয়ে আটকে রয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। 

4/6

রাজপরিবারের ইনস্টাগ্রাম পেজ থেকেও আর্চিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। 

5/6

রানি নিজেও ছোট্ট আর্চির সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেছেন বলে OK! ম্যাগাজিন সূত্রে খবর।

6/6

প্রিন্স ও মেগান তাঁদের ১ বছরের পুত্রের জন্য বিশেষ অর্গানিক কেক উপহার দিয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ভক্তদের আর্চির জন্য কোনও উপহার পাঠাতে নিষেধ করেছেন। পাশাপাশি সেই টাকা শিশুদের জন্য কোনও কাজে ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন তাঁরা।