ময়নাগুড়িতে উদ্ধার ১২ ফুট লম্বা কিং কোবরা, দেখুন Photo

May 23, 2022, 15:08 PM IST
1/5

কিং কোবরা

12 feet king cobra

ময়নাগুড়ির রামশাইতে উদ্ধার হল ১২ ফুট লম্বা কিং কোবরা। ময়নাগুড়ির রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের পাশে রাখাল বাবুর বেগুনের জমির থেকে কিং কোবরা উদ্ধার করল ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। 

2/5

কিং কোবরা

12 feet king cobra

জানা গিয়েছে, প্রায় ১২ ফুট লম্বা এই কিং কোবরা। এই সাপটিকে প্রথমে বেগুনের জমিতে দেখতে পাওয়া যায়। এরপর রামশাই মোবাইল স্কোয়ার্ডকে খবর দেওয়া হয়। 

3/5

কিং কোবরা

12 feet king cobra

এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনকেও। রামশাই মোবাইল স্কোয়ার্ড ও পরিবেশ প্রেমী সংগঠনের যৌথ প্রয়াসে সাপটিকে উদ্ধার করা হয়। 

4/5

কিং কোবরা

12 feet king cobra

এরপর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানান ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু কুমার রায়।

5/5

কিং কোবরা

12 feet king cobra

এই প্রথমবার নয় আগেও কিং কোবরার দেখা পাওয়া গিয়েছে ময়নাগুড়িতে।