Mango Festival: হরেক কিসিমের আমের মেলা, আমের উৎসবে মজেছে আট থেকে আশি!

Mango Festival: কী এই আম উৎসব? কোথায় হচ্ছে? কতদিন ধরে চলবে?

Jun 27, 2024, 14:36 PM IST
1/6

আম উৎসব

Mango Festival

প্রদ্যুৎ দাস: আম উৎসব। বহু প্রজাতির আম এবং আমের তৈরি বিভিন্ন সুস্বাদু জিনিস নিয়ে জলপাইগুড়িতে মেলা।   

2/6

আম উৎসব

Mango Festival

ছোট থেকে বড় মানুষের ভিড়। ফলের রাজা আম নিয়ে এবার জলপাইগুড়ি শহরে আম উৎসবের আয়োজন করেছে একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের ছাত্র ছাত্রীরা।  

3/6

আম উৎসব

Mango Festival

জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ায় কলেজের ভবনে এই অনুষ্ঠান  হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিশিষ্ট ব্যক্তিরা।   

4/6

আম উৎসব

Mango Festival

উৎসবে বিভিন্ন প্রজাতির আম নিয়ে প্রদর্শনী চলছে। পাশাপাশি আম নিয়ে সেমিনার।   

5/6

আম উৎসব

Mango Festival

একইসাথে আম থেকে তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রয়ের জন্য বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলি তাঁদের সামগ্রী নিয়ে এসেছে।    

6/6

আম উৎসব

Mango Festival

মূলত আম ও তাঁর বিপণন সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনতা করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। ২ দিন ধরে চলবে এই উৎসব।