১০২ বছর বয়সে দৌড়ে সোনা জিতলেন পঞ্জাবের ‘তরুণী’

Sep 17, 2018, 18:56 PM IST
1/9

১০২ বছরের মন পেলেন সোনা:

Man Kaur_1

বয়স ১০২ বছর। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে লড়ে এখনও সোনা আনছেন তিনি। অবাক হচ্ছেন! হওয়ারই কথা। তিনি হলেন পঞ্জাবের বৃদ্ধা মন কউর।

2/9

১০২ বছরের মন পেলেন সোনা:

Man Kaur_2

স্পেনের ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়ে সোনা জিতলেন মন কউর।

3/9

১০২ বছরের মন পেলেন সোনা:

Man Kaur_3

এই প্রতিযোগিতায় ৩৫ উর্দ্ধ প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। মন কউর অংশগ্রহণ করেছিলেন ১০০ থেকে ১০৪ বছর বয়সের ক্যাটাগরিতে।

4/9

১০২ বছরের মন পেলেন সোনা:

Man Kaur_4

এই ক্যাটাগরিতে মন কউর ২০০ মিটার দৌড় সম্পন্ন করেছেন মাত্র ৩ মিনিট ১৪.৬৫ সেকেন্ডে।

5/9

১০২ বছরের মন পেলেন সোনা:

Man Kaur_5

এই বয়সে কীভাবে অনুপ্রেরণা পান কউর? তিনি জানিয়েছেন, ৭০ বছরের ছেলের কাছ থেকেই এই অনুপ্রেরণা পেয়েছেন। ছেলে গুরদেব সিংও জাতীয় স্তরের অ্যাথলিট।

6/9

১০২ বছরের মন পেলেন সোনা:

Man Kaur_6

তবে, প্রথম থেকেই কউর অ্যাথলিট ছিলেন না। ছেলের উত্সাহে ‘মাত্র’ ৯৩ বছর বয়সে শুরু করেন দৌড়। এরপর আর থেমে থাকেননি তিনি।

7/9

১০২ বছরের মন পেলেন সোনা:

Man Kaur_7

এই বয়সে শরীর কীভাবে ফিট রয়েছে সেটাই সবার কাছে বিস্ময়। কিন্তু কউর বলেন, বিস্ময়ের কিছু নেই। গোটা জীবন কড়া নিয়মশৃঙ্খলার মধ্য দিয়ে কাটিয়েছি। 

8/9

১০২ বছরের মন পেলেন সোনা:

Man Kaur_8

কীভাবে? রোজ সকালে ৬ টার সময় উঠে মাঠে গিয়ে শরীর চর্চা করেন। খাওয়া-দাওয়ায় যথেষ্ট কড়া তিনি। 

9/9

১০২ বছরের মন পেলেন সোনা:

Man Kaur_9

কউরে জন্ম ১৯১৬। একশো বছর পার করে ফেলেছেন। এখন থেমে থাকার প্রশ্ন নেই বলে মনে করেন।  জাপানে ২০২০ মাস্টার গেম-এ সোনার পদক পাওয়াটাই এখন একমাত্র লক্ষ্য তাঁর।