NRC, CAA ছিঃ, ছিঃ, ছিঃ, NRC, CAA ছিঃ, ছিঃ, ছিঃ, 'প্রতিবাদী' গান লিখলেন মমতা

| Jan 09, 2020, 23:26 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী ও নাগরিকপঞ্জির প্রতিবাদে গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গানের নাম 'অধিকার'। 

2/5

গানটির কথা ও সুর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেয়েছেন ইন্দ্রনীল সেন। গানের নাম অধিকার। 

3/5

গানে কথায় রয়েছে,' আমার দেশ ঐক্যভূমি মানছি না মানবো না সিএএ। আমার অধিকার কেড়ে নিতে দেব না। NRC, CAA ছিঃ, ছিঃ, ছিঃ, NRC, CAA ছিঃ, ছিঃ, ছিঃ।''

4/5

এর আগে আমরা নাগরিক কবিতাও লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর কলমে উঠে এল প্রতিবাদী সুর। 

5/5

নো সিএএ। নো এনআরসি। এই দাবিতে বৃস্পতিবার মধ্যমগ্রাম থেকে বারাসত টেলিফোন এক্সচেঞ্জ পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁসর-বাজিয়ে, হাততালি দিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিনও জনতার দরবারে পৌছলেন মুখ্যমন্ত্রী। মিছিল শেষে বারাসতে যাত্রা উত্সবের উদ্বোধন করেন মমতা। সেই মঞ্চ থেকেও সম্প্রীতির বার্তা তো দিলেনই। পাশাপাশি CAA-NRC বিরোধিতায় লোকসংস্কৃতি কী ভাবে সাহায্য করতে পারে তাও মনে করিয়ে দিলেন।