'তারকা মুখ' তৃণমূল নেত্রীর বক্তব্য শুনতে উদগ্রীব বিশাখাপত্তনম, রাজকীয় সভার আয়োজন

Mar 31, 2019, 11:57 AM IST
1/5

রবিবার বিকালে বন্দর শহর বিশাখাপত্তনমের প্রিয়দর্শিনী স্টেডিয়ামে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ জানুয়ারি ব্রিগেড মঞ্চ থেকে চন্দ্রবাবু নাইডুকে পাশে নিয়ে 'ইউনাইডেট ইন্ডিয়া' বা 'ঐক্যবদ্ধ ভারত'-এর ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এবার চন্দ্রবাবু নাইডুর আমন্ত্রণে বিশাখাপত্তনমে জনসভায় যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

2/5

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন ঘিরে তুমুন উদ্দীপনা রয়েছে বিশাখাপত্তনমের প্রবাসী বাঙালিদের মধ্যে। তৃণমূল সুপ্রিমো কী বলেন, তা শোনার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন তাঁরা। জানালেন তেলেগু দেশম পার্টির বিশাখাপত্তনম সভাপতি এস এ রহমান।

3/5

তিনি বলেন, "দিদি যেভাবে মোদী বিরোধিতা করে সেটা দেখার মত। নায়ডুও মোদী বিরোধী। দিদি ওনার সাথে আছে। উনি একজন নির্ভীক নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তারকা মুখ।"  

4/5

উল্লেখ্য, রবিবার সকালে বিশাখাপত্তনম উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "বিরোধী দলের জোট নিয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী।"

5/5

উগরে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ। বলেন, "দেশে যা চলছে, সবাইকে এগিয়ে এসে মোদী সরকারের বিরুদ্ধে ভোট দিতে হবে।" আজকের জনসভার পর আগামিকাল কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।