"বাবা-মায়ের কাছে একটা সাইকেল চেয়েও পাইনি", শৈশবের স্মৃতিচারণায় আবেগঘন মুখ্যমন্ত্রী
Feb 22, 2019, 18:10 PM IST
1/7
আন্তর্জাতিক বৃত্তে সমাদৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'কন্যাশ্রী'।
2/7
রাষ্ট্রসংঘের মঞ্চে পুরস্কৃত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের "কন্যাশ্রী' প্রকল্প। সেরার পুরস্কার জিতেছে কন্যাশ্রী।
photos
TRENDING NOW
3/7
কন্যাশ্রীদের জন্য বৃত্তির পাশাপাশি, সরকারের পক্ষ থেকে তাদের সাইকেলও দেওয়া হয়েছে।
4/7
ছাত্রীদের পাশাপাশি সাইকেল দেওয়া হয়েছে ছাত্রদেরও।
5/7
পশ্চিমবঙ্গ সরকারের সেই "সবুজসাথী' প্রকল্প এবার রাষ্ট্রসংঘের পুরস্কার পেতে চলেছে।
6/7
এদিন তারকেশ্বরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোলসা করলেন, কেন তিনি এই প্রকল্প শুরু করেছিলেন? কেন ছাত্রছাত্রীদের সাইকেল বিলির সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি?
7/7
শৈশব-কৈশোরের স্মৃতিচারণা করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ""ছোটবেলায় খুব ইচ্ছা ছিল। স্কুলে পড়ার সময় বাবা-মাকে বলেছিলাম, একটা সাইকেল কিনে দিতে। কিন্তু দিতে পারেনি। তাই কন্যাশ্রীর ছাত্রীদের সাইকেল দিয়েছি। এমনকি ছাত্রদেরও দিয়েছি।''