এরা গরিব, কেউ ১-২ হাজার টাকা নিয়েছে, ফেরত দিয়েছে, আমফান-ত্রাণে মমতা

Dec 01, 2020, 18:14 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: আমফান দুর্নীতিতে কম্পট্রোলার অডিটর জেনারেলের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ৩ মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেবে সিএজি। এরপরই নবান্নে নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'আমফানের ২৫ হাজার টাকা নিয়ে প্রশ্ন তুলছেন। অথচ পিএম কেয়ারসের লক্ষ লক্ষ টাকা নিয়ে কোনও অডিট হচ্ছে না।'     

2/5

পিএম কেয়ারসের কেন হিসাব নেওয়া হচ্ছে, সেই প্রশ্ন এ দিন তুলেছেন মমতা। তিনি বলেন,'আমফানের ২৫ হাজার টাকা তোমার চোখে পড়ছে। লক্ষ লক্ষ টাকা পিএম কেয়ারসে যাচ্ছে। কটা অডিট হচ্ছে বন্ধু? কেন অডিট হবে না? আইন কেন দুরকম হবে? আমি কোনও কোর্টের কথা বলছি না। জনগণ হিসেবে বলছি।'

3/5

মমতা বলেন,'এরা গরিব, কেউ ১ হাজার, ২ হাজার টাকা নিয়েছে। সেটাও ফেরত দিয়েছে। যদি কেউ নিয়ে থাকে আমরা আবার রিভিউ করে ফিরিয়ে দিয়েছি। তুমি সরকারের কথা শুনলে না। কেন্দ্রের নির্দেশ পেয়ে এসব করাচ্ছো। কী করাচ্ছো? বদনাম করার জন্য। তোমার পিএম কেয়ার্সে কত টাকা জমা হয়েছে। আজ পর্যন্ত কেউ জানতে পেরেছে। জানবার ক্ষমতা আপনাদের আছে? কী দিয়েছে? কয়েকটা ভেন্টিলেটর। আমেরিকাও তো কয়েকটা দিয়েছিল।  কী দিয়েছো? ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোঁসাই। আগামী দিনে মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। যতই বাংলাকে বদনাম করা চেষ্টা করো। যতই এজেন্সি লাগাও। ''

4/5

আমফানের ত্রাণে দুর্নীতি হয়েছে বলে সরব হয়েছে সিপিএম- বিজেপি-সহ বিরোধীরা। এ দিন বিজেপির সঙ্গে তাল মেলানোর অভিযোগ তুলে সিপিএমকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, 'আমফানের ২৫ হাজার টাকা নিয়ে প্রশ্ন তুলছেন। সবাইকে দেওয়া হয়েছে। সিপিএমের তো লজ্জা থাকা উচিত। বিজেপির সবচেয়ে বড় সর্দার আজ সিপিএম। লজ্জা থাকা উচিত। বামপন্থী বন্ধুরা আমি আপনাদের সম্মান জানিয়ে বলছি, এই সিপিএমকে আপনারা চেনেন না। এদের মতো এত নির্লজ্জ সিপিএম এমনকি বুদ্ধদেববাবু, জ্যোতিবাবুরাও ছিলেন না। আই অ্যাম সরি টু সে।'  

5/5

উল্লেখ্য, আমফানের ত্রাণ বণ্টনে দুর্নীতির অভিযোগে কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এ দিন তদন্তভার সিএজি-কে দিয়েছে প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ। ৩ মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।