"বাংলার অভিজিৎ পেল, বউটা পেল, ডবল-ডবল নোবেল"

| Oct 21, 2019, 17:53 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : বাংলায় শিক্ষার অগ্রগতি নেই। বাংলা থেকে কেউ বিজ্ঞানী হচ্ছে না। মমতা সরকারকে বিঁধে এমনই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

2/6

আজ শিলিগুড়ির জনসভা থেকে নিজের ঢঙে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই মন্তব্যের জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

3/6

মুখ্যমন্ত্রী বলেন,"কে বলেছে বাংলা থেকে বিজ্ঞানী হয় না? এই তো অভিজিৎ নোবেল পেল। বউটা নোবেল পেল। ডবল-ডবল নোবেল।"  

4/6

"বাংলা এখন নোবেলভূমি" বলেও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

5/6

অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে এবার অর্থনীতিতে নোবেল পাচ্ছেন এমআইটি-র গবেষক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

6/6

অর্থনীতিবিদ স্ত্রী এস্থার ডুফলো ও আরেক অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারের সঙ্গে যুগ্মভাবে নোবেল পেয়েছেন অভিজিৎবাবু।