হাওড়া ময়দানে জমায়েতের পর শুরু হল তৃতীয় দিনের প্রতিবাদ মিছিল, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

Dec 18, 2019, 13:27 PM IST
1/6

"আমরা সবাই নাগরিক", একইভাবে শপথ গ্রহণের মাধ্যমে বুধবারও জমায়েত। ছবি: কমলিকা সেনগুপ্ত

2/6

গান, স্লোগানের পর পথে নামে নেত্রী, সঙ্গে সমর্থকরা। মিছিলে অংশ নিয়েছেন সব ধর্ম-সম্প্রদায়ের মানুষজন।  ছবি: কমলিকা সেনগুপ্ত

3/6

আজ মিছিল শুরু হয় হাওড়া ময়দান থেকে।  ছবি: কমলিকা সেনগুপ্ত

4/6

মিছিল হাওড়া ময়দান, বঙ্কিম সেতু, গুলমোহর, হাওড়া ব্রিজ ব্র্য়াবন রোড হয়ে টি বোর্ডের সামনে দিয়ে লালবাজার, বেন্টিঙ স্ট্রিট, ধর্মতলার ধরে ডোরিনা ক্রসিং-এ আসবে। এখানেই শেষ হবে মিছিল।  ছবি: কমলিকা সেনগুপ্ত

5/6

রাস্তার পাশেও জমায়েত হয়েছেন অগুনিত মানুষ। ছবি: কমলিকা সেনগুপ্ত

6/6

আজ প্রতিবাদ মিছিলের তৃতীয়দিন। বাকি দিনের মতোই এদিনও শান্তির বার্তা দিয়ে গণআন্দোলনের ডাক দিয়েছেন নেত্রী। ছবি: কমলিকা সেনগুপ্ত