ছিলাম, আছি, থাকব; মাগো কুৎসা, অপপ্রচার থেকে মুক্তি দাও: মমতা

Oct 15, 2020, 18:24 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: নবান্ন থেকে বৃহস্পতিবার জেলার ১১০ টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন, আমরা ছিলাম, আছি থাকব।

2/5

এ দিন মমতা মনে করিয়ে দেন, ''বাংলায় পুজো বন্ধ করিনি। কারণ মা দুর্গার পুজো বন্ধ করা ঠিক নয়। অনেক রাজ্য পুজো বন্ধ করে দিয়েছে। অনুমতি দেয়নি। মায়ের অনেক বড় সংসার। তাই আমরা সব প্রোটোকল মেনেই পুজো করার  অনুমতি দিয়েছি।''

3/5

দেবীর কাছে প্রার্থনাও করেছেন মমতা। বলেন,''মাগো কুৎসা থেকে মুক্তি দাও। মাগো অপপ্রচার থেকে মুক্তি দাও। মাগো বেকারত্ব থেকে মুক্তি দাও। মাগো দাঙ্গা থেকে মুক্তি দাও।''

4/5

মমতার কথায়,''১৭ তারিখ থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। আমরা ছিলাম আছি থাকবো। মানুষের পাশে আছি থাকব।''

5/5

পুজো কমিটিগুলির দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন মমতা। বলেন,''কেউ যাতে অসুস্থ না হয়, ক্লাবগুলিকে বিরাট ভুমিকা পালন করতে হবে।''