Home Image: 
গণবিবাহের আসরে আদিবাসীদের 'হাত ধরে' নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী
Domain: 
Bengali
Section: 
Home Title: 

গণবিবাহের আসরে আদিবাসীদের 'হাত ধরে' নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী

English Title: 
Mamata Banerjee dances with tribals in mass marriage occasion in Maldah
Slide Photos: 

পরে নীল রঙের ওই চাদর আপামণ্যু হান্ডি নামে এক আদিবাসীকে দান করেন মমতা। মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাদর পেয়ে খুশিতে চোখে জল তাঁর।

আদিবাসীদের চাদর গায়ে জড়িয়ে, হাতে হাত ধরে তাঁদের সঙ্গে নাচের তালে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ খানিক্ষণই নাচে অংশ নিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

 

আদিবাসীদের বিয়ের অনুষ্ঠানে নাচ একটি রীতি। গণবিবাহের অনুষ্ঠানে আদিবাসীরা যখন মাদলের তালে নাচ করছিলেন, তখনই মঞ্চ থেকে নীচে নেমে আসেন মুখ্যমন্ত্রী।

এদিন মালদায় রূপ্রশ্রী প্রকল্পের আওতায় ২০০ আদিবাসী কন্যার বিয়ের আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নেন তৃণমূল নেত্রী।

কমলিকা সেনগুপ্ত : মালদায় গণবিবাহের আসরে আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Publish Later: 
No
Publish At: 
Thursday, March 5, 2020 - 13:05
Mobile Title: 
গণবিবাহের আসরে আদিবাসীদের 'হাত ধরে' নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী
Facebook Instant Gallery Article: 
No