বেশি করে আলু খান, রাজ্যবাসীকে পরামর্শ মমতার

Feb 22, 2019, 20:24 PM IST
1/6

বেশি করে আলু খান। তারকেশ্বরের মঞ্চ থেকে রাজ্যবাসীকে এমনই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

2/6

এদিন মমতা বলেন,''আলু সেদ্ধ, আলু ভাজা, আলু পাপড়ি ও আলুর দম খান। আলু দিয়ে মাছের ঝোলও খেতে ভাল লাগে''।

3/6

মমতার কথায়,''বেশি করে আলু খেলে বেশি আলু বিক্রি হবে''।   

4/6

আলুর চাষে খ্যাত হুগলি জেলা। চলতিবছরও  ভাল হয়েছে আলুর ফলন। আর ফলন বেশি হলে সাধারণভাবে কমে যায় দাম। ফলে লোকসান হয় কৃষকদের। সে কথা মাথায় রেখেই এদিন রাজ্যবাসীকে বেশি করে আলু খাওয়ার পরামর্শ দিলেন মমতা।  

5/6

 কৃষকদের পাশে দাঁড়াতে ১০ লক্ষ মেট্রিক টন আলু কেনার আশ্বাসও দেন মমতা। এজন্য খরচ হবে ৫৫০ কোটি টাকা। শুধু তাই নয়, মিড ডে মিলের জন্য ও আলু কিনবে সরকার।

6/6

কৃষকদের উদ্দেশে মমতার বার্তা, পরের বছর অন্য ফসলও চাষ করতে হবে। তবে শুধু পরামর্শই দেননি মুখ্যমন্ত্রী।