Mamata Banerjee: 'বাংলাকে ডোবানোর জন্য কেন্দ্রই দায়ী!'
Flood in Bengal: ঘটনাস্থল খতিয়ে দেখা পর মমতা বলেন, 'ডিভিসি- এর ছাড়া বিপুল পরিমাণ জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আজ বন্যা কবলিত। পরিকল্পিতভাবে বাংলায় এই ম্যান মেড বন্যা করা হচ্ছে। আমি নিজে ডিভিসি-র সঙ্গে কথা বলেছি।
1/5
বন্যা পরিস্থিতি
2/5
বন্যা পরিস্থিতি
photos
TRENDING NOW
3/5
মুখ্যমন্ত্রীর বক্তব্য
আজই বন্যা কবলিতস্থলে সরেজমিনে যান মুখ্যমন্ত্রী। ঘটনাস্থল খতিয়ে দেখা পর মমতা বলেন, 'ডিভিসি- এর ছাড়া বিপুল পরিমাণ জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আজ বন্যা কবলিত। ঝাড়খণ্ডের জলে বাংলা প্লাবিত হচ্ছে। সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে। এত জল এর আগে ছাড়া হয়নি। পরিকল্পিতভাবে বাংলায় এই ম্যান মেড বন্যা করা হচ্ছে। আমি নিজে ডিভিসি-র সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।'
4/5
মুখ্যমন্ত্রীর বক্তব্য
5/5
মুখ্যমন্ত্রীর বক্তব্য
photos