ভুলেও এই কাজটি মকরসংক্রান্তিতে করবেন না, জেনে নিন পুণ্যলাভ কীসে কীসে

Jan 14, 2023, 17:58 PM IST
1/7

মকরসংক্রান্তির দিন কী করবেন আর করবেন না

Makar Sankranti 2023 Do’s And Don’ts

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মকরসংক্রান্তির পুণ্যতিথিতে সূর্যদেবের আরাধনার মধ্যে দিয়ে বরদান প্রার্থনা করে থাকেন ভক্তরা। জেনে নিন মকরসংক্রান্তির পুণ্যতিথিতে কী করবেন আর করবেন না।

2/7

মকরসংক্রান্তির দিন কী করবেন আর করবেন না

Makar Sankranti 2023 Do’s And Don’ts

মকরসংক্রান্তিতে কোনও প্রতিহিংসামূলক খাবার খাওয়া উচিত নয়। এই দিনে মাংস, রসুন, পেঁয়াজ খাওয়া এড়িয়ে চলুন। মকরসংক্রান্তিতে শুধুমাত্র বিশুদ্ধ খাবার খাওয়া উচিত।

3/7

মকরসংক্রান্তির দিন কী করবেন আর করবেন না

Makar Sankranti 2023 Do’s And Don’ts

গরিব বা অসহায়কে অপমান করা থেকে বিরত থাকুন। এমন কোনও কাজ করবেন না, যাতে আপনি পাপের অংশীদার হয়ে যান। এই দিনে কারও নেতিবাচক কিছু বলা উচিত নয়।

4/7

মকরসংক্রান্তির দিন কী করবেন আর করবেন না

Makar Sankranti 2023 Do’s And Don’ts

এই দিনে মদ্যপান আপনার পরিবারকে সুখ ও সমৃদ্ধি থেকে বঞ্চিত করতে পারে। তাই মদ্যপান এড়িয়ে চলুন।

5/7

মকরসংক্রান্তির দিন কী করবেন আর করবেন না

Makar Sankranti 2023 Do’s And Don’ts

মিষ্টি ভাত তৈরি করা এই দিনে অপরিহার্য। চাল, ডাল, গুড়, আঙুর, শুকনো ফল, চিনি এবং দুধ দিয়ে খাবারটি তৈরি করা হয়। এই সমস্ত উপাদান একটি পাত্রে নিয়ে রান্না করা হয় এবং তা সেদ্ধ হতে দেওয়া হয়। এই মিষ্টি আসন্ন বছরের জন্য প্রাচুর্য এবং সমৃদ্ধির প্রতীক।

6/7

মকরসংক্রান্তির দিন কী করবেন আর করবেন না

Makar Sankranti 2023 Do’s And Don’ts

মকরসংক্রান্তিতে সাত্ত্বিক খাদ্য গ্রহণ করুন। আপনার নিজের রান্নাঘরেই তা প্রস্তুত করুন। এই দিনে মিষ্টি কুমড়োর খাবার তৈরি করতে হবে।

7/7

মকরসংক্রান্তির দিন কী করবেন আর করবেন না

Makar Sankranti 2023 Do’s And Don’ts

সন্ধ্যার সময় আখের টুকরো এবং মুদ্রা বিতরণ করা হয়। ৫ বছরের কম বয়সী শিশুদের দ্বারা আরতি করা উচিত এই দিন।