Mahua Moitra: '...আমার প্রতি এত আকৃষ্ট, আমার খুব ভালো লাগে!'

Mahua Moitra on ED summon: সিবিআই তল্লাশির পর আজ মহুয়া মৈত্রকে দিল্লিতে তলব করেছিল ইডি। মহুয়া ছাড়াও তাঁর শিল্পপতি বন্ধু ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডেই দিল্লিতে তলব করে ইডি।

Mar 28, 2024, 14:34 PM IST
1/7

নির্বাচনী প্রচারে মহুয়া

Mahua Moitra Election Campaign

সন্দীপ ঘোষ চৌধুরী: ইডি হাজিরা এড়িয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত মহুয়া মৈত্র। আর সেই প্রচার কর্মসূচির মাঝেই ইডি তলবের বিষয় নিয়ে তীব্র কটাক্ষে বিঁধলেন বিজেপিকে। 

2/7

নির্বাচনী প্রচারে মহুয়া

Mahua Moitra Election Campaign

মহুয়া বলেন, "বিজেপি আমার প্রতি এত আকৃষ্ট, ওরা আমার কাছে বার বার আসবে। সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে। আমার খুব ভালো লাগে।"

3/7

নির্বাচনী প্রচারে মহুয়া

Mahua Moitra Election Campaign

আরও বলেন, "প্রধানমন্ত্রী আসবে। অমিত শাহ আসবে। কৃষ্ণনগরের সরপুরিয়া খাবে, চলে যাবে। ইডির বিরুদ্ধে হলফনামা দিয়ে আমি দিল্লি হাইকোর্টে মামলা করেছিলাম যে ইডি লিক করছে!" 

4/7

নির্বাচনী প্রচারে মহুয়া

Mahua Moitra Election Campaign

জানান, "সেখানে ইডি হলফনামা দিয়ে বলেছিল আমরা কাউকে কিছু বলছি না। তাহলে আপনারা জানলেন কী করে যে ইডি আমাকে ডেকেছে? আপনাদের কাছে কে খবর দিয়েছে জানি না।"

5/7

নির্বাচনী প্রচারে মহুয়া

Mahua Moitra Election Campaign

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এদিন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর লাগোয়া গোবিন্দপুর, নয়াচর, বাদালেপাড়া, চৌধুরীপাড়া এলাকায় ঘুরে প্রচার করেন। দলের নেতা-কর্মীদের নিয়ে মানুষের অভাব অভিযোগ শোনেন।

6/7

নির্বাচনী প্রচারে মহুয়া

Mahua Moitra Election Campaign

বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে চরের মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া। এরা রেশন পাচ্ছে। বাকি সুবিধাও পাচ্ছে।" রাস্তা হচ্ছে না বলে অভিযোগ করেন কয়েকজন এলাকাবাসী। মহুয়া জানান, "দুটো রাস্তার কাজ বাকি আছে। ওই রাস্তার কাজ হবে।" 

7/7

নির্বাচনী প্রচারে মহুয়া

Mahua Moitra Election Campaign

প্রচার শেষে নৌকা করে  ভাগীরথী নদী পেরিয়ে নদিয়া ফিরে যান মহুয়া মৈত্র। তবে নৌকায় ওঠার আগে, প্রচার শেষে নয়াচরে চায়ের দোকানে নিজে হাতে চা বানিয়েও খান মহুয়া মৈত্র।