প্রয়াত MDH মালিক ধর্মপাল গুলাটি, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮
Dec 03, 2020, 09:53 AM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত MDH মশলার মালিক মহাশয় ধর্মপাল গুলাটি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮। গুলাটি গত তিন সপ্তাহ ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
2/5
বৃহস্পতিবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গুলাটিকে MDH-এর বিজ্ঞাপনে নিয়মিত দেখা যেত। মশলার জগতে এমডিএইচ একটা জনপ্রিয় ব্র্যান্ড।
photos
TRENDING NOW
3/5
MDH মালিক, যাঁকে 'দাদাজি' এবং 'মহাশয়জি' বলা হত। তিনি ১৯৩৩ সালে পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণ করেছিলেন। স্কুল ছেড়ে দিয়ে, গুলাটি শিয়ালকোটে তাঁর বাবার মশালার ব্যবসায় সাহায্য করতেন। দেশ ভাগের পরে ভারতে চলে আসেন। ভারতে তিনি দিল্লির করোলবাগে একটি দোকান খোলেন।
4/5
সেখান থেকে তিনি দোকানের সেই পুরনো কর্মীর দল নিয়ে ভারতের এক শীর্ষস্থানীয় মশলা প্রস্তুতকারক হয়ে ওঠেন। ১৫ টি কারখানা রয়েছে তাঁর। MDH-এর দুবাই এবং লন্ডনেও অফিস রয়েছে। ৬০টির ও বেশি মশলা রয়েছে এমডিএইচের।
5/5
MDH মালিক বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং দিল্লির ৩০০ শয্যার বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালও তৈরি করেছেন। রাষ্ট্রপতি পুরষ্কারও জিতেছিলেন মহাশয় ধর্মপাল গুলাটি।