৫০ হাজার বছরের পুরনো লেকের জল হয়ে গেল গোলাপী! বিশেষজ্ঞরাও অবাক

Jun 11, 2020, 16:43 PM IST
1/5

লেকের জল গোলাপী

লেকের জল গোলাপী

৫০ হাজার বছরের পুরনো মহারাষ্ট্রের লোনার লেকের জলের রঙ রাতারাতি গোলাপী রঙের হয়েছে। যা দেখে বিশেষজ্ঞরাও অবাক। 

2/5

লেকের জল গোলাপী

লেকের জল গোলাপী

মুম্বই থেকে ৫০০ কিমি দূরে বুলদানা জেলায় অবস্থিত লোনার লেক। এই লেকে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। 

3/5

লেকের জল গোলাপী

লেকের জল গোলাপী

স্থানীয় বাসিন্দারা বলেন, বিরাট উল্কাপিণ্ড এসে পড়ায় এই লেকের সৃষ্টি হয়েছিল। ৫০ হাজার বছরের পুরনো এই লেক ঘিরে বৈজ্ঞানিকদেরও উত্সাহের শেষ নেই।

4/5

লেকের জল গোলাপী

লেকের জল গোলাপী

হঠাত্ লেকের জলের রঙ গোলাপী হল কী করে! বিশেষজ্ঞরা বলছেন, জলের লবণের পরিমাণ বেড়ে গেলে অথবা শৈবালের উপস্থিতি থাকলে অনেক সময় এমন হয়।

5/5

লেকের জল গোলাপী

লেকের জল গোলাপী

এই লেকের সংরক্ষণের দায়িত্বে থাকা সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, এখানে শৈবালের উপস্থিতি রয়েছে। জলের এক মিটার নিচে অক্সিজেনের উপস্থিতি নেই। তিনি আরও বলেছেন, এই লেকের জলের রংএর আগেও বেশ কয়েকবার  গোলাপী হয়েছে।