Maharaja Bhupinder Singh Patiala: ১০ স্ত্রী, ৩৫০ উপপত্নী নিয়ে 'সংসার'! ৮৮ সন্তানের পিতা এই মহারাজার নামেই পাতিয়ালা পেগ...

Maharaja Bhupinder Singh Patiala unknown stories: রাজা-রাজরাদের গল্প মানেই যেন 'নিষিদ্ধ' গল্পের হাতছানি। অজানা বিতর্কের রহস্যের ঘেরা। মহারাজা ভূপিন্দর সিং পাতিয়ালাও তার ব্যতিক্রম নন।  

| May 22, 2024, 12:44 PM IST
1/6

মহারাজার অজানা গল্প...

Maharaja Bhupinder Singh Patiala unknown stories

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজকীয়তার বৈভব ঠিক কোন মাত্রায় হতে পারে? তার দৃষ্টান্তমূলক উদাহরণ এই দেশীয় মহারাজা।  

2/6

বিতর্কিত মহারাজ!

Maharaja Bhupinder Singh Patiala unknown stories

বিয়ে করেছিলেন ১০ বার। 'রক্ষিতা' রেখেছিলেন ৩৫০ জন। ৮৮ জন সন্তানের বাবা ছিলেন এই মহারাজা।  

3/6

মহারাজার হারেম!

Maharaja Bhupinder Singh Patiala unknown stories

একদিকে তাঁর হারেম, অন্যদিকে তাঁর বিলাসবহুল খাদ্যাভ্যাস। ইতিহাসের পাতায়  অন্যতম বিতর্কিত মহারাজা হিসেবে নাম লেখা রয়েছে পাতিয়ালার মহারাজা ভূপিন্দর সিংয়ের।   

4/6

চোখধাঁধানো পাতিয়ালা নেকলেস!

Maharaja Bhupinder Singh Patiala unknown stories

মাত্র ৯ বছর বয়সে সিংহাসনে বসেন তিনি। তাঁর বহুমূল্য পাতিয়ালা নেকলেস শাহজাহানের কোহিনূরের মতই জগৎবিখ্যাত।   

5/6

স্ন্যাকসে গোটা ২ মুরগি!

Maharaja Bhupinder Singh Patiala unknown stories

আর খাবারের বিলাসিতার কথা বলতে গেলে বলতে হয়, দিনে ২০ পাউন্ড খাবার খেতেন তিনি। চা-এর সঙ্গে স্ন্যাকস হিসেবেই খেয়ে ফেলতেন আস্ত ২টো মুরগি!  

6/6

'রক্ষিতা'দের জন্য প্লাস্টিক সার্জেন!

Maharaja Bhupinder Singh Patiala unknown stories

এমনকি 'রক্ষিতা'দের তাঁর পছন্দমত দেখার জন্য প্লাস্টিক সার্জেনদের একটা টিম পর্যন্ত রেখেছিলেন মহারাজা ভূপিন্দর সিং পাতিয়ালা।