মাত্র ছত্রিশেই মাতিয়েছিলেন বিশ্বকে, তুলনা করা হত মেরিলিন মনরোর সঙ্গে...
Madhubala’s Death Anniversary: মাত্র ৩৬ বছরে চলে গিয়েছিলেন। তবে রেখে গিয়েছেন একটা অন্যরকম লেগ্যাসি। রেখে গিয়েছেন একটা অলৌকিক চার্ম, একটা স্বর্গীয় সৌন্দর্যের আবেশ, একটা নিরবচ্ছিন্ন মাদকতা। এবং অনন্য অভিনয়শিল্প। 'ভেনাস অফ বলিউড' মধুবালা ৫২ বছর আগে আজকের দিনে মারা গিয়েছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ৩৬ বছরে চলে গিয়েছিলেন। তবে রেখে গিয়েছেন একটা অন্যরকম লেগ্যাসি। রেখে গিয়েছেন একটা অলৌকিক চার্ম, একটা স্বর্গীয় সৌন্দর্যের আবেশ, একটা নিরবচ্ছিন্ন মাদকতা। এবং অনন্য অভিনয়শিল্প। 'ভেনাস অফ বলিউড' মধুবালা ৫২ বছর আগে আজকের দিনে মারা গিয়েছিলেন। 'নায়িকাদের নায়িকা' মধুবালা। ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি মৃত্যু। ১৯৩৩ সালের ১৪ ফেব্রুয়ারি জন্ম।
1/6
সব ছবিই ক্লাসিক
2/6
বেগম মুমতাজ জেহান দেহলাভি
photos
TRENDING NOW
3/6
শিশুশিল্পী হিসেবে শুরু
4/6
দুরন্ত প্রেম ছিল দিলীপ কুমারের সঙ্গে
5/6
দেবিকা রানির চোখে পড়ে যান
শিশু শিল্পী হিসেবে কাজ করতে-করতেই তিনি দেবিকা রানির চোখে পড়ে যান। দেবিকা রানিই 'মুমতাজ' থেকে তাঁর নাম বদলে দেন 'মধুবালা'য়! 'মহল' ছবিতেই মধুবালার বিগ ব্রেক! তারপর দেখতে গেলে প্রায় বলিউডের সম্রাজ্ঞীর আসনে উত্তীর্ণ হন তিনি। 'মুঘল-ই-আজম' ছবিতে আনারকলি চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য ১৯৬১ সালে পেয়েছিলেন ফিল্মফেয়ার বেস্ট অ্যাকট্রেস অ্যাওয়ার্ড।
6/6
আয়ু আর মাত্র ২ বছর
photos