লাল-হলুদ আবহে মাতৃ আরাধনা, পুরোহিত পুজো করছেন ইস্টবেঙ্গল জার্সি গায়ে

| Nov 08, 2018, 13:14 PM IST
1/7

লাল-হলুদ আবহে শ্যামা পুজো

1

সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই আপ্তবাক্যকে আঁকড়ে ধরেই মাতৃ আরাধনার চেষ্টা। হুগলী জেলার কোন্নগরের বন্ধুমহল ক্লাব এমনই এক অভিনব উদ্যোগ নিল এই বছর। 

2/7

লাল-হলুদ আবহে শ্যামা পুজো

2

বন্ধুমহল ক্লাবের শ্যামা পুজো এবার ৩২ বছরে পা রাখল। 

3/7

লাল-হলুদ আবহে শ্যামা পুজো

3

এই বছর তাদের শ্যামা পুজোর থিম একটু অন্যরকম। প্যান্ডেলজুড়ে শুধুই লাল-হলুদ। এমনকী পুরোহিত মশাইও লাল-হলুদ জার্সি গায়ে জড়িয়েই পুজো করলেন।

4/7

লাল-হলুদ আবহে শ্যামা পুজো

4

সামনের বছর কোয়েস ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পূরণ। তাই প্রিয় ক্লাবের প্রতি আনুগত্য জানাতেই বন্ধুমহল ক্লাবের এমন উদ্যোগ। 

5/7

লাল-হলুদ আবহে শ্যামা পুজো

5

ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন কর্তা ও প্রাক্তন ফুটবলারদের ছবি তুলে ধরা হয়েছে প্যান্ডেলের আশেপাশে।

6/7

লাল-হলুদ আবহে শ্যামা পুজো

6

কোয়েস ইস্টবেঙ্গল ক্লাবের আশিয়ান কাপ জয়, ফেডারেশন কাপে মোহনবাগানকে হারানোর টুকরো টুরকোর স্মৃতিও তুলে ধরা হয়েছে। 

7/7

লাল-হলুদ আবহে শ্যামা পুজো

7

কোন্নগর জোড়াপুকুর সংলগ্ন অঞ্চলের এই পুজোর থিম ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।