নীরবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ব্রিটেনের আদালতের

Mar 18, 2019, 22:49 PM IST
1/5

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ঋণ খেলাপ করে লন্ডনে গা ঢাকা দিয়েছেন নীরব মোদী। দিন কয়েক আগেই ৯ লক্ষ টাকার জ্যাকেট গায়ে তাঁকে দেখা গিয়েছিল লন্ডনের রাস্তায়। সেই নীরব মোদীকে ভারতে ফিরিয়ে আনার রাস্তায় বড় সাফল্য পেল মোদী সরকার।

2/5

নীরবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্রিটেনের ওয়েস্টমিনস্টার আদালত। তাঁকে ২৫ মার্চ আদালতে পেশ করা হবে।  

3/5

১৫ হাজার কোটি টাকার ঋণ খেলাপিতে অভিযুক্ত নীরব মোদী। ব্রিটেনে টেলিগ্রাফ দৈনিকের এক সাংবাদিক তাঁকে রাস্তায় চেপে ধরেন। কোনও প্রশ্নেরই জবাব দেননি নীরব মোদী। 'নো কমেন্টস' বলে এড়িয়ে গিয়েছেন। 

4/5

 জানা গিয়েছে, লন্ডনে ৫৬ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন নীরব মোদী। সেখানেও হিরের ব্যবসা খুলে ফেলেছেন।

5/5

ভারতের বিদেশমন্ত্রক জানায়, নীরব মোদীর ব্যাপারে তথ্য তাদের হাতে রয়েছে। তাঁকে প্রত্যর্পণের জন্য পদক্ষেপও করা হয়েছে।