1/6
নিজস্ব প্রতিবেদন: ভোপালে এবার দিগ্বিজয় সিংয়ের বিরুদ্ধে সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী করেছে বিজেপি। সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে মালেগাঁও বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। কিন্ত বিজেপির বিরুদ্ধে উঠেছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার অভিযোগ। এমন সাধিকাকে প্রার্থী করা নিয়ে এবার মুখ খুললেন নরেন্দ্র মোদী।
2/6
photos
TRENDING NOW
3/6
সাধ্বী প্রজ্ঞাকে ফাঁসিয়ে কংগ্রেস গেরুয়া সন্ত্রাসের ধুঁয়ো তুলতে চেয়েছিল, সেই ইঙ্গিতও দিয়েছেন মোদী। তাঁর কথায়, ''সাধিকার সঙ্গে প্রতারণা করা হয়েছিল। কংগ্রেসের মোডাস অপারেন্ডি আমি জানি। সিনেমার যেভাবে চিত্রনাট্য লেখে সেভাবে কৌশল তৈরি করে কংগ্রেস। ভিলেন থাকে, নায়ক-নায়িকাও থাকে চিত্রনাট্যে। যতগুলি এনকাউন্টার হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে। এভাবেই অপপ্রচার চালায়। জাস্টিস লোহার স্বাভাবিক মৃত্যুকে হত্যা বলে দিয়েছিল। নোটবন্দি নিয়ে নাটক করেছে। ইভিএম নিয়ে লন্ডনে সাংবাদিক বৈঠক করেছে''।
4/6
5/6
6/6
photos