প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব? পছন্দের প্রার্থী না হলে ভোট অন্য ফুলে, পড়ল বিজেপির পোস্টার

Mar 20, 2019, 22:46 PM IST
1/7

এখনও প্রার্থী তালিকা ঘোষণাই হয়নি। তারআগেই প্রার্থী বিরোধিতার পোস্টার পড়ে গেল ট্রেনে। বনগাঁ কেন্দ্র থেকে  এবার বিজেপির সম্ভাব্য প্রার্থী দুলাল বর। লোকাল ট্রেনের কামরায় পড়েছে দুলাল-বিরোধিতার পোস্টার। পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপান উতোর।

2/7

বিজেপির ঘরের প্রার্থী না হলে ভোট এবার অন্য ফুলে।ভোট শুরুর আগেই প্রার্থী না পসন্দের কাজিয়া বনগাঁয় বিজেপির অন্দরে।  

3/7

তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন দুলাল বর। শোনা যাচ্ছে, বনগাঁ বিধানসভায় তিনিই সম্ভবত বিজেপির প্রার্থী হতে চলেছেন। দুলালের প্রার্থীপদের বিরোধিতায় এরপরেই ময়দানে নেমেছেন দলের একাংশ।

4/7

দিনকয়েক আগেই বড় মা বীনাপানী দেবীর  মৃত্যুতে ঠাকুরবাড়িতে গিয়ে দলের বিক্ষোভের মুখে পড়েন দুলাল।

5/7

দুলাল বিরোধিতার ছবি এবার ট্রেনের কামরায়। লোকাল ট্রেনের কামরায় দুলাল বর কে প্রাথী চায় না বলে তার ছবি উপর ক্রস চিহ্ন দিয়ে পোস্টার পড়েছে।  দলীয় কোন্দল সামনে আনতে নারাজ বিজেপি জেলা নেতৃত্ব।   

6/7

গোটা ঘটনার জন্য তৃণমূলের ঘাড়েই দোষ চাপিয়েছে বিজেপি। তাদের দাবি, এটা তৃণমূলের ষড়যন্ত্র। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল।  

7/7

প্রার্থী অপছন্দ নিয়ে দলীয় বিবাদ নতুন নয়। শাসক-বিরোধী দুপক্ষেই রয়েছে এই অস্বস্তির কাঁটা। তবে প্রার্থী তালিকা প্রকাশের আগেই বিরোধিতার পোস্টার ট্রেন যাত্রীদেরও  নজর কাড়ছে। পরিস্থিতি সামলাতে ময়দানে নেমে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব।