বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রার্থী জওয়ান, কৃষক, ভীম আর্মি থেকে প্রিয়াঙ্কা গান্ধী!

Mar 30, 2019, 21:58 PM IST
1/5

আরও একবার বারাণসী থেকে বিজেপির প্রার্থী হয়েছেন নরেন্দ্র মোদী। গতবার তাঁকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে এবার মোদীর চ্যালেঞ্জারের সংখ্যা বাড়ছে। 

2/5

২০১৭ সালে সেনাবাহিনীতে সরবরাহকৃত খাবার নিয়ে আপত্তি তুলেছিলেন বিএসএফ কনস্টেবল তেজ বাহাদুর যাদব। বাহিনীর নিয়ম ভাঙায় তাঁকে বরখাস্ত করা হয়। বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন হরিয়ানার রেওয়ারির যুবক। তাঁর কথায়,''দুর্নীতিকে রোধ করাই আমার লক্ষ্য''।  

3/5

ভীম আর্মির চেয়ারম্যান চন্দ্রশেখর আজাদ রাবণ বারাণসীতে শোভাযাত্রা করেছেন। মোদীর বিরুদ্ধে লড়াই করতে চান তিনিও।

4/5

দিল্লিতে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন তামিলনাড়ুর খরাপীড়িত কৃষকরা। তামিল কৃষক নেতা পি আয়াকান্নু জানিয়েছেন, মোদীর বিরুদ্ধে প্রার্থী হবেন ১১১ জন কৃষক। তবে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিলে প্রার্থীপদ প্রত্যাহারের কথাও জানিয়েছেন তিনি।   

5/5

তবে আসল চমক দিতে পারে কংগ্রেস। শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। রাহুলের বোন জানিয়েছেন, দলের সিদ্ধান্তই চূড়়ান্ত। ইতিমধ্যেই বারাণসী সফর করে ফেলেছেন প্রিয়াঙ্কা।