1/7
নিজস্ব প্রতিবেদন: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে বাংলা ভাষার আবেগ উস্কে নিশানা করলেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, রাজেশ ও তাপসের দোষ ছিল তারা উর্দুতে নয়, বাংলায় পড়তে চেয়েছিলেন। কী ভাষায় পড়তে চান আপনারা? সভা থেকে সমস্বরে আওয়াজ আসে, বাংলা। অমিতের অভিযোগ, গোটা বাংলায় উর্দু চাপিয়ে দিতে চান মমতা।
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
5/7
তৃণমূল কংগ্রেসের নাম টিএমসি কেন জানেন? টি অর্থাত্ তোষণ। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের তোষণ করেছে সরকার। এম অর্থাত্ মাফিয়া। বাংলার মানুষকে নির্যাতন করছে গুন্ডারা। সি অর্থাত্ চিটফান্ড। হাজার হাজার কোটি টাকা খেয়ে নিয়েছে চিটফান্ড। রায়গঞ্জ থেকে কলকাতা পর্যন্ত লাইন লেগে যাবে চিটফান্ডের প্রতারিতদের। চিটফান্ডের পয়সা হজম করতে পারবেন না মমতা। এটা গরিবদের কষ্টের উপার্জন। তাঁদের মনোবেদনা টিএমসিকে ছাড়বে না।
6/7
7/7
photos