অঞ্জন রায়: রাজ্যে প্রার্থী বাছাইয়ে কি হিমশিম খাচ্ছে বিজেপি? এখনও পর্যন্ত ২৯টি আসনে প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। এদিনই জঙ্গিপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মাফুজা খাতুনকে। আরও দু'জন প্রার্থীও তারা পেয়ে গিয়েছে বলে জল্পনা।
2/5
এদিনই বিজেপিতে যোগ দিয়েছেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল ও বর্ধমানের বহিষ্কৃত সিপিএম নেতা আইনুল হক।
photos
TRENDING NOW
3/5
শোনা যাচ্ছে, অগ্নিমিত্রা ও আইনুল প্রার্থী হতে পারেন। অগ্নিমিত্রা দক্ষিণ কলকাতায় প্রার্থী হতে পারেন বলে জল্পনা চলছিন। কিন্তু ওই আসনে প্রার্থী করা হয়েছে চন্দ্র বোসকে। বিজেপি সূত্রে খবর, বর্ধমান-দুর্গাপুর, হাওড়া ও ডায়মন্ড হারবার- এই তিনটি আসন ভাবা হয়েছে অগ্নিমিত্রার জন্য।
4/5
শাসক দলের সঙ্গে যোগসাজশের অভিযোগে বহিষ্কার করা হয় আইনুল হককে। সেটা ২০১৬ সাল। আবারও শিরোনামে এলেন তিনি। তবে এবার বাম থেকে রাম হলেন আইনুল। তাঁকে বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী করা হতে পারে খবর।
5/5
শোনা যাচ্ছে, বারাসত আসনে প্রার্থী ঘোষণা করা হলেও ওই কেন্দ্রে তৃণমূলের এক বিধায়ককে দাঁড় করানো হতে পারে। তাঁর বিজেপিতে যোগদান নিয়ে অতিসম্প্রতিই জল্পনা ছড়িয়েছিল।