ঘণ্টাখানেকের মধ্যে কলকাতায় আঘাত হানতে পারে কালবৈশাখী

Apr 16, 2019, 20:50 PM IST
1/4

প্রচণ্ড বৈশাখী দহনের পর অবশেষে খুশির খবর। ঘণ্টাখানেকের মধ্যে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বয়ে যেতে চলেছে কালবৈশাখী।

2/4

সাম্প্রতিক রেডার চিত্র অনুসারে মঙ্গলবার রাত ৯.৩০ মিনিটের পর কলকাতায় হানা দিতে চলেছে কালবৈশাখী। যার ফলে শহরের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।   

3/4

সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আর্দ্র বাতাসের দমকা হাওয়ায় এক ধাক্কায় কিছুটা কমবে রাতের তাপমাত্রা। তবে বুধবার সকালে ফিরবো পুরনো দহন। 

4/4

কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, বারাসত, হাবরা, বসিরহাট, বনগাঁর ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যাবে। সঙ্গে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও সংলগ্ন এলাকায়।