কোন আসনে কে লড়বেন? সামনে এল CPIM-এর সম্ভাব্য প্রার্থী তালিকা

Mar 04, 2019, 13:34 PM IST
1/9

মৌমিতা চক্রবর্তী: আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করে ২০ আসনে লড়বে সিপিআইএম। আলিমুদ্দিন সূত্রে এমন খবর জানা গেলেও, চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি । এরই মধ্যে কোন আসন থেকে কাকে প্রার্থী করা হবে, সেই বিষয়ে বেশ কয়েকটি নাম নিয়ে দলের অন্দরে শুরু হয়ে গিয়েছে আলোচনা। 

2/9

শোনা যাচ্ছে যাদবপুর থেকে প্রার্থী করা হতে পারে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে।

3/9

দমদম থেকে প্রার্থী হিসেবে উঠে আসছে দুটি নাম। নেপালদেব ভট্টাচার্য বা তন্ময় ভট্টাচার্য।

4/9

ব্যারাকপুর আসনের জন্য ভাবা হচ্ছে গার্গী চ্যাটার্জিকে।  

5/9

উত্তর কলকাতা থেকে প্রার্থী করা হতে পারে ফুয়াদ হালিমকে। কথা চলছে রূপা বাগচীকে নিয়েও।

6/9

ঝাড়গ্রাম আসনটির জন্য টিকিটের দাবিদার দেবলীনা হেমব্রম।

7/9

বাঁকুড়া থেকে প্রার্থী করা হতে পারে  অমিয় পাত্রকে।

8/9

অমল হালদার না  আভাস রায়চৌধুরী, বর্ধমান থেকে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।

9/9

সবটাই সম্ভাব‍্য। তালিকা নিয়ে দিল্লিতে দরবার করতে পৌঁছেছেন সূর্যকান্ত মিশ্র। দিল্লির বৈঠকের পরই চূড়ান্ত হবে তালিকা।