উস্কানিমূলক মন্তব্যের জন্য ৭২ ঘণ্টা ‘নজরবন্দি’ ভোপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং

May 02, 2019, 10:20 AM IST
1/5

S 5

S 5

নির্বাচনী প্রচারে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করার জন্য প্রজ্ঞা সিং ঠাকুরকে ৭২ ঘণ্টার জন্য নজরবন্দি করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সেই পর্ব।

2/5

S 4

S 4

ওই ৭২ ঘণ্টা মন্দিরে মন্দিরে কাটাবেন বলে জানিয়েছেন ভোপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর। আজ তিনি যাবেন ভোপালের কারফিউওয়ালি মাতা মন্দিরে।

3/5

S 3

S 3

গত ১৮ এপ্রিল প্রজ্ঞা মন্তব্য করেছিলেন, বাবরি ধ্বংস করার জন্য তিন গর্বিত। পাশাপাশি তিনি এও বলেন, ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণের জন্য যখন তাঁকে গ্রেফতার করা হয়েছিল তখন তিনি তদন্তকারী অফিসার হেমন্ত কারকারেকে অভিশাপ দিয়েছিলেন। তাঁকে বলেছিলেন, তোমার সর্বনাশ হবে।

4/5

S 2

S 2

ওই দুই মন্তব্যের জন্য তাঁর ৭২ ঘণ্টার জন্য নজরবন্দি করেছে কমিশন। যদিও কারকারে সম্পর্কে মন্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়ে নেন।

5/5

s 1

s 1

নির্বাচন কমিশনের আরও একটি নোটিস ঝুলছে প্রজ্ঞার মাথায়। মধ্যপ্রদেশের সেহোরের এক সভায় তিনি তাঁর বিরুদ্ধে দাঁড়ানো প্রার্থী দিগ্বিজয় সিংকে জঙ্গি বলে মন্তব্য করেন। ওই সভায় তিনি বলেন, দেশ থেকে জঙ্গিদের নির্মূল করার জন্য সন্ন্যাসীদের প্রয়োজন। সাধ্বীর ওই মন্তব্যের ব্যাপারে জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চেয়েছে কমিশন।