লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট পড়ল ৬৩.৪৩ শতাংশ, ভোটদানে শীর্ষে পশ্চিমবঙ্গ

May 13, 2019, 06:26 AM IST
1/6

s 6

s 6

ষষ্ঠ দফায় ৭ রাজ্যের ৫৯ আসনে ভোট পড়ল ৬৩.৪৩ শতাংশ।

2/6

S 5

S 5

১২ মে ভোট নেওয়া হয়েছিল দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও মধ্যপ্রদেশে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ভোটদানের হার সবচেয়ে বেশি। এখানে ভোটদানের হার ৮০.৩০ শতাংশ।

3/6

S 4

S 4

ষষ্ঠ দফায় লড়াইয়ের ময়দানে ছিলেন মোট ৯৬৮ প্রার্থী।

4/6

S 3

S 3

এই দফা মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৪৮৩ আসনে ভোটগ্রহণ শেষ হল।

5/6

S 2

S 2

সাত রাজ্যে ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হলেও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে।

6/6

s 1

s 1

এই দফায় লড়াইয়ে ছিলেন কংগ্রেসের দিগ্বিজয় সিং, প্রজ্ঞা সিং ঠাকুর, গৌতম গম্ভীর, বিজেন্দ্র সিং, অখিলেশ যাদব, মানেকা গান্ধী, অভিনেতা দেবের মতো প্রার্থীরা।