লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়, মোদীকে শুভেচ্ছা তারকাদের

May 24, 2019, 14:59 PM IST
1/25

লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় বিজেপির। যার নেতৃত্বে বিজেপির এই জয় এসেছে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তারকারাও। সলমন খান টুইটারে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,'' শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জয়ের জন্য অনেক শুভেচ্ছা। শক্তিশালী ভারত গঠনে আমরা আপনার পাশে আছি।'' 

2/25

সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে এই জয়ের শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন। লিখেছেন, ''সবকা সাথ+সবকা বিকাশ+ সবকা বিশ্বাস= বিজয়ী ভারত''।

3/25

নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে অভিনেতা অজয় দেবগণ লিখেছেন, ''দেশবাসী জানে কোনটা তাঁদের জন্য সঠিক, তাঁরা সেটাই বেছে নিয়েছে। ''

4/25

বরুণ ধাওয়ান লিখেছেন, '' এই জয়ের জন্য দেশ শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা প্রত্যেক ভারতবাসী আপনার নেতৃত্বে এগিয়ে যাব। ''

5/25

অর্জুন কাপুর লিখেছেন, '' আমাদের সকলে ভোট দিয়েছি, তার ফলাফলও স্পষ্ট। আশারাখি, আপনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে। ''

6/25

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত লিখেছেন, ''শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। আপনি পেরেছেন, আশীর্বাদ রইল। ''

7/25

অভিনেতা বিবেক ওবেরয় লিখেছেন, ''শুভেচ্ছা রইল, নতুন ভারত আপনাকে এই ঐতিহাসিক জয় এনে দিয়েছে। আজ গণতন্ত্র জিতেছে। আমরা গর্বিত ভারতের আসল নায়ক নরেন্দ্র মোদী। আমরা আপনার মিশনে পাশে রয়েছি। ''

8/25

অনিল কাপুর লিখেছেন, '' দেশ কথা বলে। এই ঐতিহাসিক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক শুভচ্ছা রইল। আমরা দেশবাসী, আপনার নেতৃত্বে এগিয়ে যেতে চাই। ''

9/25

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে লিখেছেন, '' গণতান্ত্রিক এই জয়ের জন্য শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে অনেক শুভেচ্ছা রইল। জয় হিন্দ। ''

10/25

জুহি চাওলা লিখেছেন, ''এই জয়ের জন্য শুভেচ্ছা রইল। হর বার মোদী সরকার। ''

11/25

ভোটের ফল বের হওয়ার পর একাধিক টুইট করেছেন একতা কাপুর। '' ভোটের ফলাফল স্পষ্ট। আগামী ৫বছরের জন্য দেশ প্রধানমন্ত্রী বেছে নিয়েছে। '' আরও একটি টুইটে একতা লিখেছেন, ''এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য রইল অনেক শুভেচ্ছা। ওয়েলকাম ব্যাক। ''

12/25

অভিনেত্রী স্বরা ভাস্কর লিখেছেন, ''দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনেক শুভেচ্ছা রইল। গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রইল। আশারাখি, অনন্য দেশ গঠনের পথে প্রধানমন্ত্রী এগিয়ে যাবেন। উনি দেশের প্রধানমন্ত্রী, এমনকি যাঁরা ওনাকে ভোট দেননি উনি তাঁদেরও প্রধনমন্ত্রী।  ''

13/25

একটা লম্বা টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। লিখেছেন, ''আমাদের স্বপ্ন পূরণে আমরা আপনার পাশে রয়েছি। আপনাদের প্রধানমন্ত্রী দেখার জন্য দেশ তৈরি। ''

14/25

কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল লিখেছেন, '' খুব কমদিনই এমন হয় যেদিন কঙ্গনা নিজের হাতে রান্না করে। যখন ও খোশ মেজাজে থাকে, তখনই ও রান্না করে। আজ কঙ্গনা নিজের হাতে চা ও পকোড়া বানিয়ে খাইয়েছে ''

15/25

পরিচালক হনশল মেহেতা লিখেছেন, ''এটা পরিবর্তনের সময়, সেটা আমাদের সকলকে বুঝতে হবে। মানুষ ভোট দিয়েছে একটি সঠিক সরকারের জন্য। এখানে কোনও হিংসা ছড়ানোর প্রয়োজন কি সত্যিই রয়েছে? ''

16/25

পরিচালক শেখর কাপুর লিখেছেন, ''এবার আবারো কাজে ফেরার সময়। আগামী পাঁচ বছর মোটেও সহজ নয়। দেশবাসী আপনার (নরেন্দ্র মোদী) উপর ভরসা রেখেছে আরও শক্তিশালী নেতৃত্বের জন্য। এবার সারা দেশের এক হওয়ার সময়। অনেক শুভেচ্ছা রইল স্যার। ''

17/25

পরিচালক আনন্দ এল রাই বলেন, '' সারা দেশবাসীর তরফে নরেন্দ্র মোদীকে অনেক শুভেচ্ছা রইল। ''

18/25

অভিনেতা রিতেশ দেশমুখ লিখেছেন, ''এটা গণতান্তিক সিদ্ধান্ত। বড় জয় এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অনেক শুভেচ্ছা রইল। ''

19/25

অভিনেতা সিদ্ধার্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে লিখেছেন, ''অনেক শুভেচ্ছা রইল। আশারাখি আপনি ভারতকে একটা উচ্চাতায় নিয়ে যাবেন এখন ভালোবাসা ছড়ানোর সময়। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় হিন্দ। ''

20/25

অভিনেত্রী হুমা কুরেশি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে লিখেছেন, '' আমারা সকলে ভোট দিয়েছি। এটাই গণতন্ত্রের সিদ্ধান্ত। অনেক শুভেচ্ছা রইল, আশা করি দেশ আপনার নেতৃত্বে এগিয়ে যাবে। ''

21/25

অভিনেতা দীপক দোব্রিয়াল লিখেছেন, '' বিজেপিকে এই বিপুল জয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল।''

22/25

অভিনেতা রণবীর সোরে লিখেছেন, ''একে অপরের প্রতি হিংসা ছড়ানো বন্ধ হোক। নির্দিষ্ট একটা মানুষের জন্য হৃদয়ে ঘৃণা না রেখে দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করা উচিত। ''

23/25

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি স্ত্রী হেমা মালিনী ও ছেলে সানি দেওলকেও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র।

24/25

বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী তথা মথুরার জয়ী বিজেপি প্রার্থী হেমা মালিনী। 

25/25

তাঁর মায়ের কথাই সত্যি হয়েছে। তাঁর মা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই জয় হবে। মায়ের বিশেষ একটি ভিডিও পোস্ট করে প্রাধনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অনুপম খের।