1/6
2/6
photos
TRENDING NOW
3/6
ইউরোপের কিছু কিছু দেশের সীমান্তে কাঁটাতার নেই। সেখানে বহু জায়গায় দুটি দেশের সীমান্ত ভাগ করেছে পাথরের ফলক। ফ্রান্স-বেলজিয়ামের মধ্যেও এমন এক পাথরের ফলক ছিল। যা দুই দেশের সীমান্ত বলে নির্ধারিত। বেলজিয়ামের এক চাষি ওই পাথরের ফলকটি নির্দিষ্ট জায়গা থেকে তুলে অন্যত্র বসিয়ে দেন। এর ফলে প্রায় আড়াই মিটার জায়গা হারাল ফ্রান্স। উল্টোদিকে বেড়ে গেল বেলজিয়ামের সীমান্ত এলাকা।
4/6
ফ্রান্স ও বেলজিয়ামের মধ্যে সীমানা ৬২০ কিলোমিটার দীর্ঘ। ১৮২০ সালে দুই দেশের মধ্যে সীমান্ত নির্ণয়ের জন্য ওই পাথর পুঁতে রাখা হয়েছিল। বেলজিয়ামের ওই চাষি পাথরটির গুরুত্ব বুঝতে পারেননি। বেলজিয়াম ও ফ্রান্সের সীমান্ত বরাবর চাষজমি ছিল তাঁর। চাষবাস করেই জীবন কাটত। জমিতে একটা পাথর পড়ে থাকায় ওই চাষির ট্রাক্টর চালাতে খুব অসুবিধা হত। তাই একদিন বিরক্ত হয়ে পাথরটিকে তুলে কিছুটা দূরে বসিয়ে দেন তিনি। এভাবে সীমান্তফলকের সরে যাওয়াটা নজরই করেনি দুই দেশ।
5/6
6/6
photos