WB Weather Update: চলবে বৃষ্টি; আগামিকাল নিম্নচাপের রূপ নেবে ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড় রিমেলের অভিমুখ কি বাংলার দিকেই?
1/7
কাল বুধবার ২২ মে বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে। আনুমানিক কাল দুপুরের পর এটি নিম্নচাপ হতে চলেছে বলে সর্বশেষ উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে এই নিম্নচাপ জলভাগের ওপর দিয়ে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করতে করতে উত্তর-উত্তর পূর্ব দিক অর্থাৎ মায়ানমার সাগরের দিকে অগ্রসর হবে। আগামী শুক্রবার ২৪ মে এটি অতি গভীর নিম্নচাপের চেহারা নেবে। পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ মে নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সে সম্পর্কে এখনও পর্যন্ত দিল্লির মৌসম ভবন থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। অতি গভীর নিম্নচাপ হওয়ার পর এটির দিক ও গতি পরিবর্তন হতে পারে। নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে সিস্টেম টিকে। বিশ্বের বিভিন্ন আবহাওয়া রিসার্চ মডিউল দাবি করছে এই সিস্টেমের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে গ্লোবাল বে অফ বেঙ্গল মডেল অনুয়ায়ী এটির নামকরণ হবে রিমেল। নামটি ওমানের দেওয়া। শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে। বাড়বে ঢেউয়ের উচ্চতা। বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর।-তথ্য-অয়ন ঘোষাল
2/7
মৌসুমী বায়ু এবং বর্ষা
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গত প্রায় ৩৬ ঘন্টা ধরে নিকোবর দ্বীপপুঞ্জের কাছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের কাছে অবস্থান করছে। আগামী ৭২ ঘন্টায় এটি আরো অগ্রসর হয়ে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগোতে শুরু করবে। সেক্ষেত্রে পয়লা জুনের একদিন আগে অর্থাৎ ৩১ মে এটি কেরলে পৌঁছে যাওয়ার কথা। এখনও পর্যন্ত মৌসুমী বায়ুর যা গতি প্রকৃতি, তাতে লোকসভার ভোট গণনা ও ফল প্রকাশের অর্থাৎ ৪ জুনের পর ৭ থেকে ১৩ দিনের মাথায় দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের উজ্বল সম্ভাবনা আছে। -তথ্য-অয়ন ঘোষাল
photos
TRENDING NOW
3/7
তাপপ্রবাহ
মে মাসে খুব সম্ভবত আর তাপপ্রবাহের কবলে পড়তে হচ্ছে না কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ কে। কারণ বৃষ্টি। এপ্রিলের তাপপ্রবাহ মে মাস নিয়ে আশঙ্কা তৈরি করেছিল। কিন্তু হাওয়া অফিস আশ্বস্ত করে জানিয়েছে রাজ্যে আগামী ৭ দিন বৃষ্টি চলবে। মে মাসে এখনও পর্যন্ত একদিনের জন্যও তাপপ্রবাহের কবলে পড়েনি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ। ৩১ মে - র মধ্যে আর তাপপ্রবাহ ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। -তথ্য-অয়ন ঘোষাল
4/7
বৃষ্টি কবে কোথায়?
5/7
বুধবার
6/7
শুক্রবার
শুক্রবার বৃষ্টি বাড়বে বঙ্গে। সেদিন উত্তাল হবে সাগর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উপকূল লাগোয়া এলাকায় ৫৫ থেকে ৬০ এবং অন্যান্য অংশে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সেদিন পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। দমকা হাওয়ার সঙ্গে সেদিন মাঝারি বা তার বেশি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়। ২৫ মে শনিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভোট আছে। পঞ্চম দফার মতো ষষ্ঠ দফার ভোটেও বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। -তথ্য-অয়ন ঘোষাল
7/7
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে পার্বত্য জেলা ছাড়াও মালদহ এবং দুই দিনাজপুর জেলায় আগামী ৪৮ ঘন্টা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা। বজ্রপাত হতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে। নাও কাস্ট সিস্টেমের মাধ্যমে এই বিষয়ে ২ থেকে ৩ ঘন্টা আগে এলার্ট জারি করবে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। বৃষ্টি আসার ২ থেকে ৩ ঘন্টা আগে নাও কাস্ট সিস্টেমে এলার্ট জারি করবে আলিপুর আবহাওয়া দফতর। -তথ্য-অয়ন ঘোষাল
photos