লিখতে লিখতেই হাত জীবাণুমুক্ত করতে হাজির নতুন ‘স্যানিটাইজার পেন’!
|
Jul 26, 2020, 19:58 PM IST
1/5
করোনার আতঙ্ক বুকে নিয়েই একটু একটু করে ছন্দে ফিরতে শুরু করেছে অফিস-কাছারি। রুজির টানে অনেককেই প্রতিদিন বাড়ির বাইরে কাজে যেতে হচ্ছে।
2/5
এই পরিস্থিতিতে রুমাল, টাকা-পয়সা এমনকি কাউকে নিজের পেন টুকু দিতে ভরসা হয় না। সবারই মনে এখন করোনা সংক্রমণের আতঙ্ক ঘুরপাক খাচ্ছে। এই অবস্থায় কিছুটা স্বস্তি দিয়ে তৈরি হল ‘স্যানিটাইজার পেন’! লিখতে লিখতেই হাত জীবাণুমুক্ত করতে পারে এই বিশেষ পেন।
photos
TRENDING NOW
3/5
সম্প্রতি লখনউয়ের এক ব্যবসায়ী বিক্রি করছেন নানা ধরনের স্যানিটাইজার। সেই তালিকায় রয়েছে এই ‘স্যানিটাইজার পেন’ও।
4/5
ওই ব্যবসায়ী জানান, যাঁরা নিয়মিত অফিসে যাচ্ছেন অথবা স্কুল, কলেজ পড়ুয়াদের ক্ষেত্রে বারবার পেন ব্যবহার করতে হয়। কিন্তু পেন হাতে নেওয়া মানেই সব সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করা সম্ভব নয়। তাই এঁদের কথা মাথায় রেখেই এই পেন তৈরি করা হয়েছে।
5/5
বর্তমানে বাড়ির বাইরে সকলের কাছেই স্যানিটাইজার থাকাটা জরুরি। তাই শুধু স্যানিটাইজার পেন নয়, গাড়ির চাবির রিং-এও স্যানিটাইজার জুড়ে দিয়েছেন এই ব্যবসায়ী। এগুলির দামও নাগালের মধ্যেই!