একে-৪৭ হাতে কাশ্মীরে টহল দেওয়া শুরু ধোনির

Jul 31, 2019, 19:09 PM IST
1/4

টহল দেওয়া শুরু করলেন ধোনি

টহল দেওয়া শুরু করলেন ধোনি

সেনার উর্দিতে নতুন ইনিংস শুরু করলেন এম এস ধোনি। একে-৪৭ হাতে নিয়ে কাশ্মীরে টহল দেওয়া শুরু করেছেন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক। আগামী পনেরো দিন টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল-এর দায়িত্ব পালন করবেন তিনি। 

2/4

টহল দেওয়া শুরু করলেন ধোনি

টহল দেওয়া শুরু করলেন ধোনি

 ধোনি যে দলের সঙ্গে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে টহল দেবেন, তার ‘ভিক্টর ফোর্স’। আগামী পনেরো দিন সেনার যাবতীয় দায়িত্ব পালন করবেন তিনি। ১০৬ টিএ ব্যাটেলিয়ন (প্যারা)-এর হয়ে টহল দেবেন ধোনি। 

3/4

টহল দেওয়া শুরু করলেন ধোনি

টহল দেওয়া শুরু করলেন ধোনি

এক সেনা কর্তা জানিয়েছেন, টহলদারি প্রশিক্ষণের অঙ্গ। এর আগে প্যারাট্রুপার হিসাবে প্রশিক্ষণ নিয়েছেন ধোনি। প্যারাশুট জাম্পিং করেছিলেন তিনি। এবার গ্রাউন্ড ট্রেনিং-এর অংশ হিসাবে টহল দেওয়া শুরু করলেন তিনি। 

4/4

টহল দেওয়া শুরু করলেন ধোনি

টহল দেওয়া শুরু করলেন ধোনি

প্রসঙ্গত, ২০১১ সালে টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল-এর পদ গ্রহণ করেন ধোনি। তার পর একাধিকবার ধোনিকে সেনা ছাউনিতে দেখা গিয়েছে। এবার ক্যারিবিয়ান সফর থেকে নিজেকে সরিয়ে ধোনি সেনার ডিউটি পালন করতে গিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড-এর কাছে দুমাসের ছুটি চেয়ে নিয়েছিলেন ধোনি।