LIC Bima Jyoti: নতুন policy থেকে কী কী সুবিধা পাবেন?

Feb 24, 2021, 17:27 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: LIC নিয়ে এসেছে নতুন policy বিমা জ্যোতি। যার আওতায় রয়েছে non-linked, non-participating, individual savings। LIC-র দাবি এই প্ল্যান আপনাকে সুরক্ষা ও টাকা জমাতে সহায়তা করবে। policyholder যদি হঠাৎ করে মারা যায়, তাহলে  life cover পাওয়া যাবে। ম্যাচিউরিটি হওয়ার পর lump sum payment নিশ্চিত করছে LIC। 

2/5

কম করে ১ লাখ টাকা জমা করতে পারবেন। কোনও সীমা নেই। আপনার সাধ্যমত টাকা এখনে রাখতে পারবেন। ১৫ থেকে ২০ বছরের  জন্য  LICর এই প্ল্যান নিতে পারবেন। ৯০ দিন থেকে ৬০ বছর পর্যন্ত করতে পারবেন LIC Bima Jyoti Policy। 

3/5

premium paying term হবে ১০ বছরের এবং ১৬ বছরের পলিসি। এই PPT হবে ১১ বছরের। 

4/5

বছরে ১ লাখ টাকা, যেটি ২৫,০০০ করে ভাগ করে নিতে পারবেন। কোনও ঊর্ধ্বসীমা নেই।  ৩ মাস বয়স থেকে ৬০ বছর পর্যন্ত এই পলিসি করা যাবে। maturityর হাতে পেতে বয়স কম করে হতে হবে ১৮ বছর। সর্বশেষ ৭৫ বছর। 

5/5

বছরে ১ বার, দু-বার ও তিন-বারে দেওয়া যাবে  প্রিমিয়াম। এই পলিসি থেকে শর্তসাপেক্ষে লোন  নেওয়া যাবে।