অর্ধেক বয়সী দিব্যা কিংবা জুহি, বিয়ের পরও একাধিক গোপন সম্পর্ক ছিল ঋষির!

Apr 30, 2020, 14:46 PM IST
1/5

ঋষি কাপুরের সঙ্গে নিতু সিংয়ের সম্পর্কের কথা বি টাউনে কোনওদিনই লুকোচুরির বিষয় ছিল না। শোনা যায়, ইয়াসমিন নামে এক বান্ধবীর প্রেমে হাবুডুবু খেতে খেতেই ঋষির সঙ্গে পরিচায় হয় ডিম্পল কপাডিয়ার। ডিম্পলের সঙ্গে সম্পর্কের মাঝেই চলে আসেন আবার নিতু সিং। এই নিতু সিংকেই শেষে বিয়ে করেন ঋষি কাপুর

2/5

ডিম্পল কপাডিয়ার সঙ্গে গাঢ় সম্পর্ক ছিল ঋষি কাপুরের। ​বেশ কয়েক বছর ঋষির সঙ্গে ডিম্পলের সঙ্গে সম্পর্কের কথা ছড়িয়ে যায় বি টাউনে। য়া একেবােরই না-পসন্দ ছিল ঋষি কাপুরের বাবা রাজ কাপুরের। ফলে বাবার কথার অবাধ্য কখনও হননি ঋষি। সেই কারণেই ডিম্পলের সঙ্গে সম্পর্কের ইতি ঋষি টানেন বলে শোনা যায়। ডিম্পলের সঙ্গে বিচ্ছেদের পরই নিতু সিংয়ের সঙ্গে ঋষি কাপুর ডেট শুরু করেন বলে পাওয়া যায় খবর

3/5

 তবে নিতু সিংয়ের সঙ্গে ডেট শুরুর পরও নাকি ডিম্পলের সঙ্গে সম্পর্ক ছিল ঋষি কাপুরের

4/5

বিয়ের পর জুহি চাওলার সঙ্গেও ঋষি কাপুর সম্পর্কে জড়ান বলে বি টাউনে জোর গুঞ্জন ছড়ায় 

5/5

নিতু কাপুরের সঙ্গে বিয়ের পর অর্ধক বয়সী দিব্যা ভারতীর সঙ্গেও এক সময় ঋষি কাপুর সম্পর্কে জড়িয়ে পড়েন বলে শোনা যায়