বিজেপির রথযাত্রার পাল্টা সম্প্রীতির বার্তা নিয়ে পথে বামেরা
Dec 06, 2018, 16:12 PM IST
1/9
সুজন চক্রবর্তী বলেন, “আমরা এর জবাব দিতেই মানুষের যাত্রা করব। বীরভূম থেকে বেরোবে সেই যাত্রা। ” ১০ ডিসেম্বর বীরভূমে মহামিছিল করবে সিপিএম। তারাপীঠ থেকে রামপুরহাটে মিছিল বার হবে।
2/9
তৃণমূল পর এবার বামেরাও। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মহামিছিল বামেদের।
photos
TRENDING NOW
3/9
বাবরিকাণ্ডের বর্ষপূর্তিতে রাজপথে মিছিল করল লাল শিবির।
4/9
বৃহস্পতিবার সংহতি যাত্রা বের হয় মহাজাতি সদন থেকে। যাত্রা শেষ হয় পার্কসার্কাসে।
5/9
বৃহস্পতিবার সংহতি যাত্রা বের হয় মহাজাতি সদন থেকে। যাত্রা শেষ হয় পার্কসার্কাসে।
6/9
মিছিলে নেতৃত্ব দেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র সহ প্রথম সারির নেতারা।
7/9
বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
8/9
সুজনবাবু বলেন, “বিজেপির রথযাত্রা আসলে ভোট যাত্রা।”