1/7
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
5/7
6/7
গতকাল ভয়াবহ আগুন ভস্মিভূত হয়ে যায় স্ট্র্যান্ড রোডের এই বহুতল। ভুল করেই তেরো তলায় পৌছে গিয়েছিল লিফট। নামার কথা ছিল দুটি ফ্লোর নিচেই। এমনই যুক্তি এবার সামনে আনল দমকল। কী করে হল এমন ভুল? এ নিয়ে অবশ্য ধন্দ থেকেই যাচ্ছে। স্ট্র্যান্ড রোডে অগ্নিকাণ্ডে সবচেয়ে বড় প্রশ্ন, কেন ওইসময় লিফট ব্যবহার করেছিলেন দমকল, পুলিসের কর্মীরা? এনিয়ে দমকলের বক্তব্য, আগুন নেভানোর প্রয়োজনীয় সাজসরঞ্জাম বা জিনিসপত্র তুলতে এত উঁচু বিল্ডিংয়ে ফায়ার লিফট ব্যবহার করতেই হতো।
7/7
পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে সোমবার রাতের বিধ্বংসী আগুনে ঝলসে মৃত ৯।মৃত দমকল অফিসার গিরিশ দে, বাড়ি পাটুলি, মৃত দমকলকর্মী গৌরব বেজ, বাড়ি হালতু, মৃত, দমকলকর্মী অনিরুদ্ধ জানা, বাড়ি ধাপা মাঠপুকুর, মৃত দমকলকর্মী বিমান পুরকায়েত, বাড়ি পঞ্চাননতলা বস্তি, মৃত হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়াল, বাড়ি বাগুইআটি, মৃত রেলের ডেপুটি সিসিএম পার্থসারথি মণ্ডল, বাড়ি বরানগর, মৃত আরপিএফ কনস্টেবল সঞ্জয় সাহানি, বর্তমানে হাওড়ার বাসিন্দা, আদি বাড়ি মধুবনী, বিহার, মৃত রেলকর্মী শ্রবণ পাণ্ডে, নিখোঁজ সুদীপ দাস, মৃত অজ্ঞাতপরিচয় ব্যক্তি রেলের সিনিয়র টেকনিশিয়ান সুদীপ বলে অনুমান।
photos