Arambagh: আর ভয় নয়! এবার রাত দখলে টহল দিচ্ছেন লেডি 'সিংঘম'রা...
Police Patrolling: সাধারণ ও মহিলা পুলিস একযোগে টর্চ হাতে ঘুরে বেড়াচ্ছেন। মহিলাদের নিরাপত্তার দাবিতে রাতের অন্ধকারে গোঘাটের শুনিয়া গ্রামের মহিলারা পুলিসের দ্বারস্থ হয়েছিলেন কয়েকদিন আগেই।
1/6
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
তবে দায়িত্বপ্রাপ্ত পুলিস, আধিকারিক ক্যামেরার সামনে না বললেও বলছেন এই এলাকায় যাতে কোনও অপ্রীতিকার ঘটনা না ঘটে তাই আগেভাগে এই ব্যবস্থা। প্রত্যেকটি সাব ইন্সপেক্টরদের এক একটি করে পঞ্চায়েত ভাগ করে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মহিলা পুলিসকে সঙ্গে নিয়ে টহল চলবে।
5/6
উল্লেখ্য, গোঘাটে বিজেপির বন্যা দুর্গতদের বস্ত্র বিতরণী মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন 'যন্ত্রণায় আছেন মা-বোন দিদিরা। আরজি করের পর জয়নগর। এবার পালা, আপনার ঘর! তাইতো ? সাবধান থাকতে হবে। বাড়ির সামনে অনেকেই লিখে রাখে কুকুর হইতে সাবধান। মা বোন দিদিরা বাড়ির সামনে লিখে রাখবেন তৃণমূলের ধর্ষণকারী হইতে সাবধান। এদের সামনে দরজা খুলবেন না।'
6/6
photos