ফল-সবজির আগুন দামে হাত পুড়ছে মধ্যবিত্তের, লক্ষ্মীপুজোর বাজারে কত দামে বিকোচ্ছে আনাজ?

Oct 17, 2021, 11:41 AM IST
1/8

ফল-সবজির আগুন দাম

 vegetables fruits price hike

পুজোর আমেজ আসতেই ফল-সবজির বাজারে আগুন। দুর্গাপুজোর মধ্যেই হু হু করে বেড়েই চলেছে আনাজের দাম। একদিকে, জ্বালানি-পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, অন্যদিকে বাজারে আগুনে হাত পুড়ছে মধ্যবিত্তেরই। কলকাতার বাজারে কোন সবজি-ফল কত দামে বিকোচ্ছে তা দেখে নেওয়া যাক৷ 

2/8

ফল-সবজির আগুন দাম

 vegetables fruits price hike

দক্ষিণ কলকাতার অন্যতম একটি বাজার হল যদু বাবুর বাজার। পুজোর আগে সেখানের বাজারদর কত এক নজরে দেখে নিন। 

3/8

ফল-সবজির আগুন দাম

 vegetables fruits price hike

শীতকালীন সবজি বাঁধা কপির প্রতি কেজি বিকোচ্ছে ৫০ টাকা করে৷ ফুলকপি, ৬০ টাকা পিস। লক্ষ্মীর পুজোর ভোগের প্রসাদ যে এবার 'মহার্ঘ' হতে চলেছে তা বলাই বাহুল্য।   

4/8

ফল-সবজির আগুন দাম

 vegetables fruits price hike

সবজির মধ্যে ঢেঁড়স ৮০ টাকা কেজি, পটল ৬০ টাকা কেজি, ঝিঙে ৬০ টাকা কেজি, বরবটি মতো সবজিও প্রতি কেজির দাম ১০০ টাকা। দক্ষিণ কলকাতার এই বাজারে বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি, টমেটো ১০০ টাকা কেজি, শসা যা কিছুদিন আগেও ৩০-৪০ টাকা প্রতি কেজি ছিল তা এখন ৬০ টাকা কেজি। 

5/8

ফল-সবজির আগুন দাম

 vegetables fruits price hike

গাজর ৬০ টাকা কেজি, নতুন আলু ৫০ টাকা কেজি, চাল কুমড়া ৫০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা কেজি, কাঁচা লঙ্কা  ১০০ টাকা কেজি৷ তাই দামের ঝাঁঝেও চোখে জল আম জনতার। 

6/8

ফল-সবজির আগুন দাম

 vegetables fruits price hike

অন্যদিকে, ধনেপাতা বিকোচ্ছে ৪০০ টাকা কেজি, ক্যাপসিকাম ২০০ টাকা কেজি, বিনসের দাম যা পুজোর আগে ছিল ১০০-১২০ টাকা কেজি, তা এখন ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

7/8

ফল-সবজির আগুন দাম

 vegetables fruits price hike

ফল লাভের আশায় যে দেবীকে ফল নিবেদন করবেন সে দামও মহার্ঘ। আপেল ১০০ টাকা, ন্যাসপাতি ১০০ টাকা, বেদানা ১৩০ টাকা কেজি, মোসাম্বি লেবু ১০০ টাকা ডজন,আতাফল ১৩০ টাকা কেজি। 

8/8

ফল-সবজির আগুন দাম

 vegetables fruits price hike

অন্যদিকে, পাকা পেঁপে ৭০ টাকা কেজি, নারকোল ৩০ টাকা পিস, কাঠালি কলা ৪০ টাকা ডজন, বাতাবি লেবু ২৫ টাকা পিস, পানি ফল ৪০ টাকা কেজি, পেয়ারা ১০০ টাকা কেজি।