নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 'সেফ ড্রাইভ সেভ লাইফ' (Safe Drive Dave Life) প্রকল্পকে কঠোর ভাবে বলবৎ তৎপর কলকাতা পুলিস।
2/6
ট্রাফিক পুলিসের অভিযান
বৃহস্পতিবার অফিস টাইমে খাতায় কলমে সেই কড়া বিধি কার্যকর করতে পথে নামল পুলিস। আলিপুর মোড়ে ভবানীপুর এবং সাউথ-ইস্ট ট্রাফিক গার্ড যৌথ অভিযান করল। তাতেই সামনে এল নানান ট্রাফিক বেনিয়মের ঘটনা।
photos
TRENDING NOW
3/6
জরিমানা কয়েক গুণ বাড়ল
এতদিন যে কেসগুলিতে নামমাত্র জরিমানা দিয়েই ছাড় পাওয়া যেত, এবার সেই জরিমানা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
4/6
বাড়ল জরিমানার অঙ্ক
এতদিন হেলমেট ছাড়া বাইক চালালে ২০০ টাকা জরিমানা দিতে হত। এবার তা বেড়ে হয়েছে ২৫০০ টাকা।
5/6
বাড়ল জরিমানার অঙ্ক
ট্রাফিক পুলিসের সঙ্গে অসহযোগিতা বা দুর্ব্যবহার করলে এবার থেকে জরিমানা দিতে হবে ২০০০ টাকা।
লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা দিতে হবে ৫০০০ টাকা।
6/6
বাড়ল জরিমানার অঙ্ক
বেপরোয়া গাড়ি চালালে জরিমানা দিতে হবে ৫০০০ টাকা। অ্যাম্বুল্যান্স এবং দমকলকে রাস্তা না ছাড়লে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা। তিন বছরের মধ্যে একই অপরাধ ফের করলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।